পদ্য ।। হৃদয়ে বাংলা ।। রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

পদ্য ।। হৃদয়ে বাংলা ।। রবিউল ইসলাম মন্ডল


বাংলা ভাষার ফুলদানীতে ভিন্ন রকম ফুল
 প্রিয় ফুলটি তুলতে গিয়ে আমরা করি ভূল !
চিনের থেকে আসলো চিনা ইংল্যান্ডের ইংরাজী 
এমনভাবে বলছে সবাই শুনলে ভাবি বাংরাজী। 

 মুঘল মুখে ঊর্দু আর ফ্রান্স থেকে ফার্সী
বাংলা ভাষা বলতে গেলে আঁকড়ে সদাই ধরছি। 
জানি নাকো বাংলা মানে , এমন হাজার শব্দ
প্রতিশব্দ খুঁজতে গিয়ে হচ্ছি মোরা জব্দ। 

হাজার বছরের আমার ভাষা অলংকারে ভরা
এই ভাষাতে ছড়িয়ে বিশ্বে  হরেক রকম ছড়া। 
কোরাণ,বাইবেল, বেদ, পুরাণ সবই বাংলায় পাই 
বাংলার বুকে হিন্দু মুসলিম এক ভিঁঁটাতে ঠাঁই। 

সংস্কৃত আত্মনির্ভরশীল ,আমরা কেন পারি না 
বাঙালীরা সবাই কেন বাংলা আঁকড়ে ধরি না !
রইবো নাকো চাতক চেয়ে বিদেশী ভাষার দিকে
স্বনির্ভরশীল করবো বাংলাকে বিদেশী শব্দ রুখে। 

থাকবো না চেয়ে পরভাষা পানে চাতকের ন‍্যায় চেয়ে
নেব নাকো ধার বিদেশীর ভাষা আমরা যে একগুঁয়ে। 
নতুন শব্দ সৃষ্টি করে সমৃদ্ধ করবো বাংলার ভান্ডার
পূর্ণতা দেব মোর ভাষাকে এ আমার দৃঢ় অঙ্গিকার ।

===================



No comments:

Post a Comment