কবিতা ।। আন খুঁজে আন শিরদাঁড়াটা ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। আন খুঁজে আন শিরদাঁড়াটা ।। জয়শ্রী সরকার


আন খুঁজে আন শিরদাঁড়াটা
 
জয়শ্রী সরকার 


শিরদাঁড়াটাই নেই যে রে তোর, কোথায় ফেলে এলি?
মানুষ তোকে বলবে না কেউ এটাই ভুলে গেলি!
এ্যাদ্দিন তো সুখেই ছিলিস উন্নত মস্তকে 
কোন্ ড্যারাতে গিয়েছিলিস? ধরলো যে ভূত তোকে!

শিরদাঁড়াটা খুঁজে পেলে মুক্তি পাবি ওরে 
গোলামগিরি করতে করতে থাকবি ঘুমের ঘোরে !
লোভ-লালসায় থাকতে থাকতে হয় যে মাথা নত 
শিরদাঁড়াটাও বাঁকতে থাকে পরজীবীর মতো!

শিরদাঁড়াহীন মানুষগুলোর স্বরযন্ত্রই অচল 
সত্যি বলবে কেমন করে? চলবে থেকে সচল।
কোথায় রে তোর মায়ের স্নেহ, বাবার ভালোবাসা 
আন খুঁজে আন শিরদাঁড়াটা, পাবি সুখের বাসা!

সুখের বাসা সত্যি খাসা, ছোট্ট সোনামণি 
তোর মাঝেতেই খুঁজে পাবে হীরে মাণিক খনি। 
তোর চোখেতে চশমা রঙিন, খোল তো রে আজ আগে 
দেখতে পাবি চোখের পাতায় শিরদাঁড়াটাই জাগে!

*******************************************

জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬

No comments:

Post a Comment