কবিতা ।। গর্জে ওঠো এবার ।। সঞ্জয় বৈরাগ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। গর্জে ওঠো এবার ।। সঞ্জয় বৈরাগ্য

গর্জে ওঠো এবার 

সঞ্জয় বৈরাগ্য 


বিচার চাই, বিচার চাই বলে,
আর আবেদন নয়, নয় কোনো প্রার্থনা 
ওগো নারী, এবার তোমরা গর্জে ওঠো!
মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে,
জ্বালো এবার, মশাল জ্বালো।
প্রভাবশালী, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে 
গর্জে ওঠো, আওয়াজ তোলো।
তুমি তো সেই নারী,
দশ হাতে, দশটি অস্ত্র নিয়ে বধিলে 
মহিষাসুর, শুম্ভ-নিশুম্ভ আর রক্তবীজের দল,
তবে আজ কেন ঘুমিয়ে তুমি!
আর কতদিন, কতদিন আর,
থাকবে তোমরা চুপ?
করো প্রতিবাদ, ওঠো গর্জে
আমরাও আছি তোমাদের সাথে;
আজকে যদি গর্জে না ওঠো, তবে
তোমার রক্তে, তোমার যন্ত্রণা'য় 
ঐ নরপিশাচদের হবে জয়!

=============

✏️সঞ্জয় বৈরাগ্য 
কৃষ্ণনগর, নদীয়া

No comments:

Post a Comment