কবিতা ।। শপথ ।। দীপঙ্কর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 20, 2024

কবিতা ।। শপথ ।। দীপঙ্কর সরকার

শপথ

দীপঙ্কর সরকার 


বেঘোর রাস্তা পড়ে আছে কাদের যেন রাত দখল 
একটু পড়েই হাওয়া গরম স্লোগানে স্লোগানে ভরে 
উঠবে পাতা। মুখে মুখে We want justice. স্বাধীন
দেশ তবু এক শ্রেণির লোক বড্ড পরাধীন। লিঙ্গ
বৈষম্যে বিভাজন নয়। হে পুরুষ তুমিও এসে যাও
এ লড়াই তীব্র কঠিন। যারা খুবলে খায় নারীর নির্যাস,
নৃশংস খুনেও পিছ পা নয়। তাদের বিরুদ্ধে এ
জেহাদ এসো হাতে রাখো হাত, আজ অঙ্গীকারের
দিন বেপরোয়া মনোভাব। চেয়ে দ্যাখো প্রতিটি নগর
ও জনপদ মিছিলে ছয়লাপ। বীভৎস সন্ত্রাসের বিরুদ্ধে 
রুখে দাঁড়ানোর এই তো সময় নারী ও পুরুষ 
নির্বিশেষে উঁচিয়ে ধরো মুষ্ঠিবদ্ধ হাত।


================


দীপঙ্কর সরকার 
কাঁঠাল পুলি 
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া 
৭৪১২২২


No comments:

Post a Comment