ছড়া ।। মানবতার গান গাও ।। প্রহ্লাদ কুমার প্রভাস (pk) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

ছড়া ।। মানবতার গান গাও ।। প্রহ্লাদ কুমার প্রভাস (pk)

মানবতার গান গাও

প্রহ্লাদ কুমার প্রভাস (pk)


ভাবছো তুমি সুন্দর খুব 
হয়তো ভীষণ দামি।
তোমায় ছাড়া জগত  অচল
তুমিই একমাত্র নামি।।

রূপ, যৌবন আছে তোমার 
আছে গাড়ি, বাড়ি।
মানুষকে তাই ভাবো না মানুষ 
মনুষ্যত্ব দিয়েছো ছাড়ি।

ভীষণ বড় ব‍্যক্তি তুমি 
অঢেল সহায়, সম্পত্তি।
বিশ্ব জুড়ে নাম ডাক
আছে যশ প্রতিপত্তি।।

বসেছো আজ উচ্চাসনে তাই
নিজেকে ভাবো মহারাজ।
নিচের মানুষকে মূল্য দেওয়া 
তোমার নয়তো কাজ।

তুমিই মহান তুমিই শ্রেষ্ঠ 
অন‍্য মানুষ কি?
মনে রেখো যিনি দেন
তিঁনিই করেন ভিখারী।

দম্ভের বশে করছো হেলা
রাখতে নিজের মান।
মনে রেখো দাম্ভিজ‍্য কভু
সয়ে না ভগবান।।

সময় আছে এখনো অনেক 
দম্ভ ভুলে যাও।
মানুষকে তুমি মানুষ ভাবো
মানবতার গান গাও।


==============
প্রহ্লাদ কুমার প্রভাস (pk), বল্লভপুর, আশাশুনি, সাতক্ষীরা, বাংলাদেশ।

No comments:

Post a Comment