গল্প ।। দায়িত্ব ।। রুবি সেনগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

গল্প ।। দায়িত্ব ।। রুবি সেনগুপ্ত

দায়িত্ব

রুবি সেনগুপ্ত

 
কুড়ি বছরের মিঠি টিউশন পড়িয়ে রাত নটার সময় বাড়ি দেখে তার মা লাবণি রায় মুখভার করে বসে রয়েছে। তৎক্ষনাৎ মায়ের কাছে গিয়ে মিঠি তার কাঁধের মধ্যে হাত রেখে জিজ্ঞাসা করে "কি হয়েছে মা?"

মেয়ের দিকে তাকিয়ে লাবনি বলেন "আমি যেই কারখানাতে কাজ করি সেই কারখানার দুই মালিকের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝামেলা হওয়ার কারণে কারখানাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো। আমার কাজটা চলে গেলো। তোর যমজ ভাইবোন মেঘ এবং বৃষ্টির স্কুল এবং কোচিং এর খরচ,প্রতিমাসে সংসার খরচ এবার কিভাবে চলবে? বড্ড চিন্তা হচ্ছে রে।"

মায়ের কথাগুলো শোনার পরে মিঠি বলে "চিন্তা করো না মা। আমি তো আছি। আমার টিউশনগুলোও তো রয়েছে। তাছাড়া একটা সুখবর রয়েছে।আমি পাটটাইম জব পেয়েছি। আগামী মাসে জয়েনিং।স্যালারিটা ভালোই পাবো। তাই আমাদের সংসার এবং ভাইবোনদের পড়াশোনার খরচের সমস্ত দায়িত্ব আমার।"

মেয়ের কথাগুলো শোনার পরে তার মা আনন্দে কেঁদে ফেলেন এবং মিঠিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন "সেদিনের আমার ছোট্টো মেয়েটা আজ কত বড় হয়ে গিয়েছে। তাই তো এক লহমায় সংসারের সমস্ত দায়িত্ব নিতে চলেছে। মা রে তুই সবসময় সুস্হ এবং ভালো থাকিস।"

মিঠি হাসিমুখে বলে "এভাবেই তুমি আমার পাশে থেকো। তাহলেই চিরকাল ভালো থাকবো।"

————————————
 
রুবি সেনগুপ্ত
ওয়েস্ট লেক রোড,বাই লেন,
সুপার মার্কেট,সাহেববাঁধ,পুরুলিয়া

No comments:

Post a Comment