ছড়া ।। প্রতিশোধের আগুন ।। আসগার আলি মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

ছড়া ।। প্রতিশোধের আগুন ।। আসগার আলি মণ্ডল

রতিশোধের আগুন

আসগার আলি মণ্ডল 


ভীষণ গরম বাড়ছে জ্বালা
ক্লান্ত দেহ-মন
বৃষ্টি বাদল বাজিয়ে মাদল
ফিরবে সে কখন ?

সবুজ পাতা পড়ছে ঝরে
কে দেবে হাতছানি !
আমরা মানুষ রঙিন ফানুস 
কেমনে বৃষ্টি আনি ?

গগনচুম্বী আট্টালিকা
শ্বেত পাথরে মোড়া
শেষ করেছে গাছ-গাছালি
নেই তো শহর জোড়া।

ধোঁয়া-ধূলো করছে দূষণ 
বাড়ছে বায়ুর তাপ
প্রতিশোধের জ্বলছে আগুন
নেই যে কারো মাপ।

No comments:

Post a Comment