কবিতা ।। যদি ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। যদি ।। প্রতীক মিত্র

যদি

প্রতীক মিত্র


গতির সাথে সমান্তরাল।
সম্ভাবনার একটা পাখির উড়ান।
স্মৃতির ভীড়ে হারালো সওয়াল,
আকাশ-ভাঙা বৃষ্টিতে স্বপ্নস্নান।

দৃষ্টিপথের অমায়িক বাড়ানো হাত
সঞ্চয়ের বেলা একটু যেন শক্ত হল মুঠি।
আলো-আঁধার ঠিক মেপেছে আউকাত
খোঁজের ছায়ায় নাটকীয়তা জুড়েছে খুঁটি।

এলোমেলো এখনটাকে ঘেঁটেঘুঁটে
ভালোবাসা ফসকে হারিয়ে না যায়।
স্পৃহার উচ্চারণ নিয়ে ঠোঁটে 
ইতিবাচক যদি আসে দোড়গোড়ায়।

==========




































































































































































































































































































































No comments:

Post a Comment