কবিতা ।। স্বপ্নের ফেরিঘাট ।। সুব্রত আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। স্বপ্নের ফেরিঘাট ।। সুব্রত আচার্য্য

 

স্বপ্নের ফেরিঘাট 

 সুব্রত আচার্য্য


হারিয়ে যাওয়া মেয়েবেলা, চু কিত কিত আর শঙ্খচিলের ঘ্রাণ। বাঁধন হারা হিসাব মেনে না চলা সে এক নরম সকাল । সকাল থেকে সন্ধ্যা নামতো কখনও বকের, কখনও মাছরাঙার পাখায় । বকের পাখা থেকে ঝরে পড়া দুধ সাদা পালক নিজের নামে মাথায় গুঁজেছি । মেঘেদের ঈর্শায় রামধনু রঙ আপন করেছি । প্রতিবাদী ঝড়ে স্বপ্নের ফেরিঘাটে আমি একা।

উত্তাপে উত্তাপে এগিয়ে চলে সময় । সকাল থেকে সন্ধ্যা, যুদ্ধ আর যুদ্ধ । অস্তিত্বের লড়াই । কখনও নিজের সঙ্গে কখনও বা সমাজের অশুভ লাল চোখের বিরুদ্ধে । এভাবেই একদিন কালো কালো হাত ঘিরে ধরেছিল আমাকে। ছুঁতে চেয়েছিল আমার শরীর । যৌবন । তারপর বাকিটা ইতিহাস ।

এখন আমি ভালো আছি। শহরের একপ্রান্তে ছোট্ট ঘর । রোদ্দুর মাখতে মাখতে ছুলন বারান্দায় চা খাই । দুপুর আর রাত্রে বাহারি খাবার । যুদ্ধ করতে হয় না। বারান্দা জুড়ে সেই মেয়েবেলা।  খুঁজে বেড়াই আমার অতীত , ঐ কংক্রীটের জঙ্গলে । 

এখন শুধু চির নিদ্রায় ভেসে যাওয়ার সময় ।  ভেসে যেতে চাই শঙ্খচিলের পাখায় রামধনু রঙ মাখতে মাখতে।

জানো তো, সব ভালোর মধ্যে একটাই শব্দ আমাকে খুব কষ্ট দেয়, আমার আর বাড়ি ফেরা হবে না। চু কিত কিত  আর শঙ্খচিলের ঘ্রাণ বারবার মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া মেয়েবেলার কথা ।
 
 
=================
সুব্রত আচার্য্য
গ্রাম - দৌলতপুর (পশ্চিম পাড়া) 
পোষ্ট - দিঘির পাড় বাজার 
থানা - ফলতা 
জেলা - দক্ষিণ ২৪ পরগণা 

No comments:

Post a Comment