কবিতা ।। টাপুর টুপুর বৃষ্টি ।। কে দেব দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। টাপুর টুপুর বৃষ্টি ।। কে দেব দাস

টাপুর টুপুর বৃষ্টি

 কে দেব দাস 

 
ঈশানকোনে, 
নিকষ ঘন কালো মেঘ- 
ভরদুপুরে, ঝমঝমিয়ে এলো বৃষ্টি ।

আষাঢ়ের, 
অঝোর ধারায়, বৃষ্টি হলো-
ভরলো রে মন, 
ভরলো হিয়া, ভরলো সারা সৃষ্টি। 

জল থৈ থৈ, 
ভরলো পুকুর, 
ভরলো ডোবা, ভরলো নদী সিন্ধু।

টাপুর টুপুর বৃষ্টির ধারায়-
ঝরছে দেখো, ঝরছে স্পটিক বিন্দু। 

ভিজবো রে মন, 
ভিজবো আমি, 
ভিজবে তুমি-ভিজবে সারা সৃষ্টি।

বৃষ্টির ধারায়, 
তন ভিজে মোর, 
মন ভিজে মোর, ভিজে সারা অঙ্গ।

যুবতীর বক্ষ যুগল, 
ভিজে রে মন, 
অঙ্গে তাহার জাগায় শিহরণ।

প্রিয় সখা নাই রে কাছে, 
এমন দিনে কে দেবে তার সঙ্গ।

পদ্মপাতায় জল টলমল, 
ঝরছে দেখো, ঝরছে স্পটীক বিন্দু।

টাপুর টুপুর ঝরছে বৃষ্টি, 
ঝরছে দেখো, 
পুকুর ভরা কলমি লতার গায়।

পানকৌড়ির ডুবকি দেখো,
এপার-ওপার সকাল দুপুর তায় ।

ডাগর ডুগর আঁখিতে জল;
ঝরছে পড়ে, 
ঝরছে দেখো বাদল ঝরা দিনে ।

ঝরছে রে জল, 
ঝরছে দেখো, 
ঝরছে সারা অঙ্গে- বইছে শরীর খাতে।
________________
 
কে দেব দাস, গ্ৰীনভিউ, গড়িয়া 

No comments:

Post a Comment