টগবগিয়ে ছুটছে ঘোড়া
টানছে দড়ি লোকে,
খুশির ঝিলিক খোকা খুকু
মা মাসিদের মুখে।
রথের শকট যায় এগিয়ে
জমে রথের মেলা,
নাগরদোলায় চড়ে খোকার
যায় কেটে যায় বেলা।
কাদামাখা পথে ঝরে
বৃষ্টি ঝিরিঝিরি,
রথযাত্রার পূণ্য মাথায়
বাড়ি আসি ফিরি।
———————
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র
No comments:
Post a Comment