কবিতা ।। বেলাশেষের বোকারা ।। গৌতম ঘোষ-দস্তিদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। বেলাশেষের বোকারা ।। গৌতম ঘোষ-দস্তিদার

বেলাশেষের বোকারা

গৌতম ঘোষ-দস্তিদার

 

মৃত্যু যখন আমার শিয়রে রাত জেগে থাকে

আমি একফাঁকে জীবনটাকে ওপাশ ফিরে দেখি

সন্ধে আমায় ক্লান্ত নয়নে সাধ করে ডাকে

ফিরে আসব না জেনেও ফেরার ভান কোরে থাকি

 

বারুদ-গন্ধে মানুষ-মন্দে কানায় কানায় পৃথ্বী

আমার তোমার মতন কিছু বোকাদের দল তখনো

বেলাশেষে বসে লিখেই চলেছে জগতের হাবিজাবি

একটুখানি সবুর তবু করেই দেখো না কেন


===============

 

-         গৌতম ঘোষ-দস্তিদার

-         শঙ্কু মহারাজ স্মৃতিমন্দির৫২/এ বাবু বাগান লেনকলকাতা – ৭০০ ০৩১


No comments:

Post a Comment