কবিতা ।। আজব এই বেঁচে থাকা ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। আজব এই বেঁচে থাকা ।। গোবিন্দ মোদক

আজব এই বেঁচে থাকা

গোবিন্দ মোদক


ঘরের মধ্যে জ্বলছে প্রদীপ বন্ধ তার কপাট,

মন ছুটছে তেপান্তরে – ভুবনডাঙ্গার মাঠ। 

শূন্য হাতে যাচ্ছে ফিরে দোলনচাঁপা মন,

জীবন জুড়ে জনঅরণ্য শিউলি-জবার ক্ষণ।

পথের বন্ধু পথেই আছে খোঁজ করাটা বাকি,

রামধনু রঙ দিচ্ছে এঁকে মনের ঘরে ফাঁকি।

চুপি চুপি ডুবখানা দেয় বৈষ্ণবী কোন মেয়ে,

সিক্তবসন মন উচাটন ফিরছে ঘরে নেয়ে।

পদ্মদিঘির জলগুলো সব দেখছে জলের খেলা, 

ওপার থেকে দৃষ্টিসুধার স্বরলিপির বেলা।

দীন-দরিদ্র দুঃখ আঁকে সজল চোখের ধারা,

গড়ের মাঠে স্ফূর্তি-ফার্তা আগুন পাগলপারা। 

বেঁচে থাকার শর্ত জুড়ে গোলাপজলের ঢেউ,

হাতবদলের পরম্পরা জানছে না তো কেউ।

তবুও তো স্বপ্ন-কাজল দু'চোখ জুড়েই আঁকা,

গান বাজনা থামবে যখন সবই হবে ফাঁকা।

ফেলো কড়ি মাখোরে তেল নয়কো কথার কথা, 

বিশ্বজুড়ে সত্যি সেটাই — ভাবুক নীরবতা।


==================

গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103




No comments:

Post a Comment