Featured Post

কবিতা ।। আজব এই বেঁচে থাকা ।। গোবিন্দ মোদক

আজব এই বেঁচে থাকা

গোবিন্দ মোদক


ঘরের মধ্যে জ্বলছে প্রদীপ বন্ধ তার কপাট,

মন ছুটছে তেপান্তরে – ভুবনডাঙ্গার মাঠ। 

শূন্য হাতে যাচ্ছে ফিরে দোলনচাঁপা মন,

জীবন জুড়ে জনঅরণ্য শিউলি-জবার ক্ষণ।

পথের বন্ধু পথেই আছে খোঁজ করাটা বাকি,

রামধনু রঙ দিচ্ছে এঁকে মনের ঘরে ফাঁকি।

চুপি চুপি ডুবখানা দেয় বৈষ্ণবী কোন মেয়ে,

সিক্তবসন মন উচাটন ফিরছে ঘরে নেয়ে।

পদ্মদিঘির জলগুলো সব দেখছে জলের খেলা, 

ওপার থেকে দৃষ্টিসুধার স্বরলিপির বেলা।

দীন-দরিদ্র দুঃখ আঁকে সজল চোখের ধারা,

গড়ের মাঠে স্ফূর্তি-ফার্তা আগুন পাগলপারা। 

বেঁচে থাকার শর্ত জুড়ে গোলাপজলের ঢেউ,

হাতবদলের পরম্পরা জানছে না তো কেউ।

তবুও তো স্বপ্ন-কাজল দু'চোখ জুড়েই আঁকা,

গান বাজনা থামবে যখন সবই হবে ফাঁকা।

ফেলো কড়ি মাখোরে তেল নয়কো কথার কথা, 

বিশ্বজুড়ে সত্যি সেটাই — ভাবুক নীরবতা।


==================

গোবিন্দ মোদক। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী