কবিতা ।। শ্রাবণে ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। শ্রাবণে ।। তপন মাইতি

শ্রাবণে...

তপন মাইতি


অনেকদিন মরু রোদ ভুলে গিয়ে 
আকাশের গায়ে যখন মেঘের ধূসর পোশাক পরল 
                                কেউ কোন আপত্তি করল না।
সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল 
                                তখন আষাঢ় মাস মাঝ বরাবর!
কতদিন জ্যোৎস্না দেখা হবে না 
কতদিন মেঘ নির্মাণ করবে না কোন পরিষ্কার নীলাকাশ 
কতদিন সূর্য ওঠতে হবে না মনের সুখে
                                  মাটি ভিজবে কদম ফুল ফুটবে 
চাষিভাই চাষাবাদের সুযোগ্য জমিন প্রস্তুত করবে 
বিছানায় মনটা কেবল মেঘদূত-মেঘদূত করবে 
           পঞ্চভূত জুড়ে শুধু মেঘমল্লার শৃঙ্গার বেজে যাবে
একটানা পড়ে যাবে বর্ষামঙ্গল।
গুরুগম্ভীর বজ্রের সাথে এক ঝলক দেখা হয়ে যাবে বিজলীর
বৃষ্টির গভীর বিশ্বাস ও ভরসা নিয়ে মেঘের বাড়ি থেকে 
                 মুক্তি নিয়ে সুখের সংসার পাততে আসছে মাটির কাছে
বলতে বলতে শ্রাবণ এল শ্রাবণের মত 
                                                মুসলধারে ঝাপসা 
সেই নির্জনে কেউ নির্জন থাকে না একা 
                                  আসন্ন পচা ভাদ্রের মাঠ হয়ে গেল চিরসবুজ
ঘোর শ্রাবণে বসে বসে মন উৎসব মুখর শরতের ছবি আঁকে। 


===================

তপন মাইতি
গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; 
জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারত। 


No comments:

Post a Comment