কবিতা ।। সোনালি অতীত ।। প্রবোধ কুমার মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। সোনালি অতীত ।। প্রবোধ কুমার মৃধা

সোনালি অতীত 

প্রবোধ কুমার মৃধা


  সুশীতল ছায়াঘেরা স্নেহময়ী মাটি মা।
  সে আমার জন্মভূমি সপ্তপুরুষের গাঁ।
  প্রকৃতির বুক থেকে প্রাণের রসদ নিয়ে।
  ফিরিতাম নদীতীরে হৃদয়ের গান গেয়ে।
  সন্ধ্যাতারা উঁকি দিত গোধূলি লগনে।
  প্রত্যুষে ভাঙিত ঘুম বিহঙ্গ কূজনে ।
  আষাঢ়ের নব মেঘে ঘিরিত গগন।
  বাদলের ছায়া ঢাকা কদম্ব কানন।
  দলবেঁধে মাঠে-বাটে বেতালা-বেছন্দে।
  কেটে যেত সারাদিন ভালো কভু মন্দে।
  ডাক দেয় শিশুকাল, বাল্য ও কৈশোর।
  অফুরন্ত প্রাণোচ্ছ্বল, আনন্দে বিভোর।
  করমের স্রোতে ভেসে সংসারের হাটে।
  ভিড়িল জীবনতরী নগরের ঘাটে।
  ফিরিবার সাধ্য নাই ফেলে আসা পথে।
  বাল্য রোমন্থন করি অতীত স্মৃতিতে।
                   __________ 


No comments:

Post a Comment