Featured Post

কবিতা ।। সোনালি অতীত ।। প্রবোধ কুমার মৃধা

সোনালি অতীত 

প্রবোধ কুমার মৃধা


  সুশীতল ছায়াঘেরা স্নেহময়ী মাটি মা।
  সে আমার জন্মভূমি সপ্তপুরুষের গাঁ।
  প্রকৃতির বুক থেকে প্রাণের রসদ নিয়ে।
  ফিরিতাম নদীতীরে হৃদয়ের গান গেয়ে।
  সন্ধ্যাতারা উঁকি দিত গোধূলি লগনে।
  প্রত্যুষে ভাঙিত ঘুম বিহঙ্গ কূজনে ।
  আষাঢ়ের নব মেঘে ঘিরিত গগন।
  বাদলের ছায়া ঢাকা কদম্ব কানন।
  দলবেঁধে মাঠে-বাটে বেতালা-বেছন্দে।
  কেটে যেত সারাদিন ভালো কভু মন্দে।
  ডাক দেয় শিশুকাল, বাল্য ও কৈশোর।
  অফুরন্ত প্রাণোচ্ছ্বল, আনন্দে বিভোর।
  করমের স্রোতে ভেসে সংসারের হাটে।
  ভিড়িল জীবনতরী নগরের ঘাটে।
  ফিরিবার সাধ্য নাই ফেলে আসা পথে।
  বাল্য রোমন্থন করি অতীত স্মৃতিতে।
                   __________ 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী