Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

মুক্তভাবনা ।। শ্রাবণ সাঁঝে ।। শেফালি সর


শ্রাবণ সাঁঝে

শেফালি সর

 সেই সকাল থেকেই বর্ষা রানী তার অশ্রান্ত নিজের মতো করে সাজিয়ে নিয়েছে আপনাকে। জগতে যত কিছু কথা আছে সবকিছু যেন ডুবে গেছে এই শ্রাবণ সাঁঝে। দূরে মাটির মধ্যে নিবিড় ঘন আঁধার, কেউ নেই কোথাও শূন্য পথ  ঘাট, চারপাশটা যেন থমথমে - তবু আমার বোবা মনটা একা একা কথা কয়েই চলেছে অনবরত। অন্ধকারের নিস্তব্ধতার মাঝে এই ঝরঝর কলশব্দ যেন একটা পর্দার উপরে আর একটা পর্দা টেনে দিয়েছে। আর অন্ধকারকে যেন আরো গভীর করে ঘনিয়ে তোলে যেন নিদ্রাকে আরওনিবিড় করে আনে। অশ্রান্ত ধারা বর্ষণের অবিরাম শব্দ যেন শব্দের অন্ধকার। মেঘের সঙ্গে আমাদের কাজকর্মের কোন সম্বন্ধে নেই বলেই বোধ হয় সে আমাদের মনকে ছুটি দেয়। আমাদের মনে তখন বিরহ বেদনা উদ্দাম হয়ে উঠে। মেঘ আপনার নিত্যনতুন চিত্রবিন্যাসে, অন্ধকারে, গর্জনে, বর্ষণে চেনা পৃথিবীর  উপরে একটা অচেনা আভাস নিক্ষেপ করে, একটা বহুদূর দেশের বহুকালের নিবিড়  ছায়া ঘনাইয়া তোলে। কর্ম পাশে আবদ্ধ প্রিয়তম আসতে পারেনা তাই প্রিয়তমা মনে মনে বিরহ বেদনায় কাতর হয়ে পড়ে। কারণ সংসারের  কঠিন নিয়ম সে জানে - তাই এই নিবিড় ঘন বর্ষার দিনে এ কথা হৃদয়ে বিশ্বাস করতে মন চায় না।

         সেই কথাই ভাবছিলাম, ভোগের দ্বারা এই বিশাল পৃথিবী, চিরকালের পৃথিবী খর্ব হয়ে গেছে। আমি তাকে যতটুকু পেয়েছি  আমি তাকে শুধু ততটুকুই জানি। আমার ভোগের বাহিরে তার অস্তিত্ব আমার জন্য করতে ইচ্ছা করে না।আজ বোবা সন্ধ্যা প্রকৃতির এই যে হঠাৎ কন্ঠ খুলে গেছে যেন ক্রমাগত নিজের কথা নিজের কানেই শুনছি। মনে হয় যেন এই বর্ষণ ক্লান্ত সাঁঝে সেও কিছু বলতে চাইছে। আজ এই এই বর্ষণ ক্লান্ত সন্ধ্যায় প্রকৃতির শ্রাবণ অন্ধকারের ভাষা আমাদের ভাষার সঙ্গে মিলতে চাইছে। আজ যুক্তি তর্কের  ব্যাখ্যার বিশ্লেষণ কিছুতেই খাটবে না। আজ গান ছাড়া কোন কথাই নেই। প্রকৃতির সঙ্গে মানুষের সম্বন্ধটি বিচিত্র। আজ কেবলই মনে হচ্ছে এই যে বর্ষা, এ তো এক সন্ধ্যার বর্ষা নয়, এ যেন আমার  সমস্ত জীবনের অবিরল শ্রাবণধারা। যতদূর চেয়ে দেখি - আমার সমস্ত জীবনের উপরে সঙ্গীহীন বিরহ সন্ধ্যার নিবিড় অন্ধকার। এরই মধ্যে একটি নিবিড় প্রেম রস অতি সংগোপনে ভরা রয়েছে। দূর কোন একটি বনের বিকশিত কুসুমের সজল গন্ধ ভেসে আসছে শ্রাবণ বাতাসে। সে এক অনির্বচনীয় মাধুর্য। সারা জীবনব্যাপী যেখানে বিরহের আরম্ভ সেখানেই শেষ। এরই মাঝখানে যিনি প্রচ্ছন্নভাবে রয়েছেন, আমার অন্তরে বসি তিনি করুনসুরে বাঁশি বাজাচ্ছেন -' হরি বিণে কৈসে গোঙাইবি দিনরাতিয়া '।

---------------:------------------

                   শেফালি সর 

                  জনাদাঁড়ি 

                  গোপীনাথপুর 

               পূর্ব মেদিনীপুর

                ৭২১৬৩৩

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত