ছড়া ।। ধান নিয়ে যায় বাড়ি ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

ছড়া ।। ধান নিয়ে যায় বাড়ি ।। সাইফুল ইসলাম

ধান নিয়ে যায় বাড়ি

সাইফুল ইসলাম 


ধান বোঝাই গোরুরগাড়ি

যাচ্ছে কৃষক নিজের বাড়ি।

পাকাধানের গন্ধে পাগল

পিছন হাঁটে পাঁচটি ছাগল।

দুই পাশে দুই জোয়ান ছেলে

হাত লাগিয়ে দিচ্ছে ঠেলে।

বৃদ্ধ বাবা বাঁওড় ধরে

লিক বরাবর সোজা করে।

তাগড়া জোয়ান গোরু দুটি

ভাবছে কখন পাবে ছুটি।

কষ্টের মাঝে সুখের হাসি

এই বছরে পেলো চাষী।

সারাদিনের ক্লান্তি শেষে

মানুষ গরু বাড়ি এসে।

পরের দিনের ভাবনা নিয়ে

সুখনিদ্রায় যায় হারিয়ে।

 

---------------------


সাইফুল ইসলাম 

গ্রাম-বর্ধনপাড়া

ডাকঘর-পঞ্চহর

জেলা-বীরভূম

পিন-৭৩১২২১


No comments:

Post a Comment