কবিতা ।। পুণ্যফল ।। লালন চাঁদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। পুণ্যফল ।। লালন চাঁদ

পুণ্যফল 

লালন চাঁদ

হাঁটতে হাঁটতে পৌঁছে যাই হৃদয়পুর 
সন্ধ্যের ছায়া নিবিড় জলে 
দুচোখে তুলে রাখি মায়া। জিরানমহল 

তুমি সংগে নেই 
ভুলে যাই পথ 
দিকভ্রান্ত পথিকের মতো পা বাড়াই 
চারদিক জল
চারদিক আঁধার 
চৈতন্য হারিয়ে ফেলি তোমার অনিঃস্ব মায়ার ভেতর 

বুকের ভেতর তুমি 
আগলে রাখি সারাক্ষণ  
এই বিশ্বাসে জাসমিন ফুল ফোটে 
ফিরে আসে আলো আঁধার কিংবা নেটিজেন উৎসব

 বলগাহীন ক্লান্তি মাখি 
রোদের দুপুর নিবিড় হলে ফিরে আসে বন্যচিল 
জমিন জুড়ে খিদের পৃথিবী জেগে ওঠে 
বুকের ভেতর নিঃশব্দ কান্না 
বুক পোড়া হাহাকার 

কোথায় ঈশ্বর 
কোন পুণ্যফলে ঈশ্বর মেলে জানি না আজও 
 
----------------------------
 
  লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।

 


No comments:

Post a Comment