কবিতা ।। কলম সৈনিক ।। আশীষ হাজরা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। কলম সৈনিক ।। আশীষ হাজরা


কলম সৈনিক

আশীষ হাজরা


সাহিত্যের সাদা পাতা জুড়ে
কালো অক্ষরের জায়গাগুলো
যেন প্রতিদিন একটু করে দখল নিচ্ছে
রক্ত আলপনা
ভালোবাসা প্রেম
জাতি ধর্ম আর সাদাকালোর চক্করে
অসহিষ্ণু হাতে দলিত হচ্ছে পিষ্টিত হচ্ছে
গলা টিপে খুন হয়ে যাচ্ছে ,
চাঁদ ফুল ভালোবাসা মুখ ছুড়ে পড়ছে
কাব্য যেন আজ অর্ডারি মালে পরিণত হচ্ছে
এ সময় তুমি কিসের কাব্য রচনায় ব্যস্ত!
চঞ্চল অস্থির সময় কুরে কুরে খাচ্ছে,
কলম তুমি কি কারো দাস হয়ে
এ সময় খেটে চলেছো
জ্ঞানে অজ্ঞানে মননে  রনণে
তোমার ঝংকার কোন তারে বাঁধা পড়েছে ।
এখন সময় তোমারা প্রতিবাদে ঝড় তোলো
সাম্য মৈত্রী অধিকারের গান গাও
আজ কলম সৈনিক সাজে সাজো
আগামী প্রজন্ম তোমার অপেক্ষায়।

_________________________________________

আশীষ হাজরা::সারেঙ্গা:বাঁকুড়া:পঃবঃ, ভারত:পিন -৭২২১৫০,
 

No comments:

Post a Comment