কবিতা ।। প্রেম বিরহের অঙ্গাঙ্গি ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। প্রেম বিরহের অঙ্গাঙ্গি ।। পূজা সিংহ রায়

প্রেম বিরহ অঙ্গাঙ্গি 

 পূজা সিংহ রায়


বিরহী মন সঙ্গীহীন 
আকাশ বুকে ঘন বিরহের প্রকাশ মেঘলা দিন।
জমা কান্নাদের  বাঁধের জোর শিথিল করতে হল
দুকূল ভাসার চেয়ে, বৃষ্টি ধারা ভাল,
বিরহ গলনে শিমুল ডালের চাতকটার গলা ভিজেছে।
সবাই কি আর তোমার মত তৃষ্ণা লুকোতে শিখেছে!

বিরহী মেঘের দিকে চাইতেই, 
সই পাতিয়ে ভিজিয়ে দিল নয়ন দ্বয়।
বাতাস কেঁটে সশব্দে কবুতর যুগলের  ধাবন
ভীষণ তাড়া  ...আসন্ন যে মিলন।

রঙীন পাখা নিয়ে প্রজাপতির দৃষ্টি আকর্ষণ,
নীরব দুপুরে কুটুমপাখি,  কোকিলের উচ্চাঙ্গ তান;
এ প্রকৃতি প্রেম-বিরহের অঙ্গাঙ্গি কাব্য রচনা,
 আছে প্রেমোৎসবের বাতাবরণে বিরহের প্রকাশনা।

আঁধারি মেঘের বিষন্নতার আবরনে
তুমিও কি লুকোচ্ছো অকথিত বেদনা গোপনে?

============
পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম 
  

No comments:

Post a Comment