চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কবিতা ।। সবিতা রায় বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কবিতা ।। সবিতা রায় বিশ্বাস


চট্টগ্রামের আঞ্চলিক গান—

        সুখের ঘড়

           সবিতা রায় বিশ্বাস


বড় আশা আঁচিল তোয়ারে লয় বান্দুম সুখের ঘড়
আশায় আনছিল হাট্টল পাকা খাওয়াইমু
হায়! হায়! ঘরের গরু ঘাড়ার খের না হয়
সুখের বদলে কেন দুক্কু দিলা
ভালবাসার দাম ন দিলা
হায়রে! মিড়ের লাভ পিড়েয় খায়
ভালবাসার দাম ন দিলা
 
হারাপ মানুষ প্রেম নদী -তে টানত আরে কেন ফেলায় গেলা?
মোরে বিষ হাওয়াইলা, ভালবাসার দাম ন দিলা
হায়রে! সুখের বদলে দুক্কু দিলা
এ কাজ ভালো করলা না
 
এ কি কাজ করিলা?আরে কেন মোরে প্রেম নদীতে ফেলাই গিলা?
বুঝিলাম হাইল্লে ঠিল্লা বাজে বেশি
সুখের বদলে দুক্কু দিলা
ভালবাসার দাম ন দিলা
কেন ভুল বুজিলা
ভালবাসার দাম ন দিলা
আঁই অন থাইক্কুম হারে লই?
হৃদয় আছে যার থুন, হিতিই তো ভালোবাসে
পরাণবন্ধুর হৃদয় নাই, ভালবাসার দাম ন দিলা|
                           
           -------
 
 
 

মান্য বাংলায় গানটি ---
 
        সুখের ঘর
             সবিতা রায় বিশ্বাস
 
বড় আশা ছিল তোমাকে নিয়ে বাঁধবো সুখের ঘর
আশা ছিল পাকা কাঁঠাল খাওয়াবো
হায়! হায়! ঘরের গরু সামনের মাঠের ঘাস খায় না
সুখের বদলে কেন দুঃখ দিলে
ভালবাসার দাম দিলে না
হায়রে মিঠার লাভ পিঁপড়া খায়
ভালবাসার দাম দিলেনা
 
খারাপ মানুষ প্রেম নদীতে নিয়ে কেন ফেলে গেলে
আমায় বিষ
 খাওয়ালে, ভালবাসার দাম দিলেনা
সুখের বদলে দুঃখ দিলে
এই কাজ ভালো করলে না
এ কি কাজ করলে? কেন আমাকে প্রেম নদীতে ফেলে গেলে?
বুঝলাম খালি ঠিলা বাজে বেশি
সুখের বদলে দুঃখ দিলে
ভালবাসার দাম দিলে না
কেন ভুল বুঝলে
ভালবাসার দাম দিলেনা
এখন আমি কাকে নিয়ে থাকবো?
যার হৃদয় আছে সেই তো ভালবাসে
পরাণবন্ধুর হৃদয় নাই, ভালবাসার দাম দিল না|

 

                ----

 

Sabita Ray Biswas

Flat - 3k Block -4,

Shankar Tower,

33 Sukanta Sarani,  Italgachha                          

Kolkata 700079

Mob/ w/a—8900739788

Mail- sraybiswas@gmail.com

 

 

No comments:

Post a Comment