ছড়া ।। শ্রাবণ-ধারা ।। গৌউর দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

ছড়া ।। শ্রাবণ-ধারা ।। গৌউর দে


শ্রাবণ-ধারা

গৌউর দে


শ্রাবণের ধারা ঝরে
টুপ টুপ করে,
নদী-নালা, পথ-ঘাট
সব যে যায় ভরে।

বয়ে যায় মরা নদী
অথৈ তরঙ্গ তার কূলে,
ভাসিয়ে দেব নৌকাখানি
চলবে দুলে দুলে।

স্নিগ্ধ শীতল বাতাস বয়
দখিন দুয়ার পরে,
ভিজে ঘাসের ওপর দিয়ে
চলে যায় পাখি সব মহা কলেবরে।

আকাশের বুকে মাথা রেখে
মেঘেরা সব ঘুমায়,
উচ্ছ্বসিত জলরাশির ধারা
দূর হতে দূরে চলে যায়।।

No comments:

Post a Comment