কবিতা ।। বলা নয় শোনা ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। বলা নয় শোনা ।। উৎপলেন্দু দাস

বলা নয় শোনা 

উৎপলেন্দু দাস


কি যেন বলার ছিল তোমার হে চির পরাধীন বালক
বলতে পারোনি কখনো
ছেলেবেলাকার কুণ্ঠা এখনো ছাড়েনি তোমায়,
প্রবৃত্তির ঘোর লাগা অন্ধকারে ঘোরাফেরা
বয়মে রেখেছো ভরে সুস্বাদু আত্মপ্রবঞ্চনা
টের পেয়েছো কি হেঁটে যেতে হেঁটে গঙ্গার তীর থেকে
তিস্তার উত্তাল একরোখা জেদী জলস্রোত ছুঁয়ে
আবার গঙ্গার ধারে ফিরে,
কাটেনি ভয় কমেনি বাসনা এখনো।

ভাড়া বাড়ি আরো সাজাতে যেয়ো না যেন
হারিয়েছো কত কিছুই হারাতে না চেয়ে 
অজান্তে পেয়েছো কত কিছু না চাইতেই,
আক্ষেপ ঝেড়ে ফেলে দাও এক্ষুনি
পাওনি যা তা তোমার ছিল না কখনো,
কত কিছু জানোনা তুমি শেখোনি কত কিছু
এই স্বল্প জীবনের আসরে একনিষ্ঠ শ্রোতা হতে হয়।

শোনো নি এখনো সে কথা হে অস্থিরমতি মানুষ, 
উপলব্ধির কশাঘাতের অপেক্ষায় রয়েছো এখনো !

======================

ডাঃ উৎপলেন্দু দাস
ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০

 

No comments:

Post a Comment