আমার খুকু
এই তো সেদিন আমার খুকু
ছিল এত্তটুকু
আজকে তাকে দেখলে পরে
যায় না ভাবা খুকু।
ছোট্ট খুকু হঠাৎ কখন
হয়ে গেল বড়
বলতে তাকে হয় না এখন
মন দিয়ে বই পড়ো।
অফিস থেকে যখন ফিরি
দেয় খেতে জল এনে
ছোট্ট খুকু যত্ন নেওয়ার
কায়দা গেছে জেনে।
বলে, বাবা চা খাবে কি
নয় সে এখন খুকু
অবাক হয়ে ভাবি ছিল
কাল সে এতটুকু।
কদিন পরে আমার খুকু
সামলাবে তার ঘর
খুকুর জন্য খুঁজতে হবে
একটা যোগ্য বর।
No comments:
Post a Comment