কবিতা ।। একটাও নৌকা নেই ।। শান্তা কর রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। একটাও নৌকা নেই ।। শান্তা কর রায়

একটাও নৌকা নেই

শান্তা কর রায়


বাবাকে বেলুড় নিয়ে যাব,আএকটাও নৌকা নাই
দূরের সমুদ্রে তলিয়ে যাচ্ছে সোনালি মাছ পরি
আগুন রঙের পাখিটা উড়তে পারছে না আর
ওকে রাতের চতুর্থ প্রহরে পৌঁছতে হবে আইনস্টাইনের দেশে
মায়ের পাশে ঘুম পরিদের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো মেয়ে
একবারও মনে পড়ছে না কত রাত সে খায়নি
অযথা স্বর্গের কল্পনায় বেহুলার ভেলার মতো যদি পেতো !
পরিযায়ী মনের ফসল জড়ো হয়েছে বিস্তর
সেগুলি নেয়ার জন্য ছোট্ট  নৌকা হলেই চলবে ।
এইতো সেদিন তুমি নষ্টি অজুহাতে খোঁড়া হয়েছিলে
সারাপথ নির্বাক ছবি এঁকে দিয়েছিলে   ।
তুমি ডাকবে যখন সাড়া দিতে চাই
তাই যদি এক নৌযান পাই
                  ভাসবো দুজনে তীব্র তাপে ।
বিকেলের বাইবেল হঠাৎই বন্ধ করে
অনন্তজীবন থেকে দূরে মেঘালয় ঘুরে ,
আঙুল ছুঁয়ে দাঁড়িয়েছে আজ নীলার্ধ অন্যপুরুষ
তাকে দিই মেঘের বাড়ি,পশমের ঝালর কুরুশ ।
তুমিও ভাবতে বসো,এ আমি কোন্ দরজা
দিন গুনছি বলেই কি আর অলক্ষিত সেই প্রতীক্ষা !!
মেঘেরা অভিমানি ঝরবে এই অবেলায়
হাঁটুজল বলবে জানি কথারা যা যা বলায়  ।
জেটিপথে তোমায় দেখা,লিখেছে নতুন নাগাল
জড়িয়ে আসছে গলা, নৌরুটে প্রতীক্ষায় --
                                      চাঁদ মাস্তুলে জাল  ।

 

 ====================

 

@শান্তা কর রায়
১৭৪রাজেন্দ্র এভিনিউ উত্তর পাড়া হুগলি-৭১২২৫৮

No comments:

Post a Comment