Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

অণুগল্প ।। বায়া বাবাজী ।। গীতা রাউথ

বায়া বাবাজী 

গীতা রাউথ 


        ছেলে বয়স থেকেই অভাব অনটন নিত্য সঙ্গী।তখন সবে মাত্র তৃতীয় শ্রেণীতে পড়ে ধীরেন। বারিক পরিবারের মেজো ছেলে। মেধার খামতি নেই ছেলেটির মধ্যে।স্বয়ং মা সরস্বতী যেন তার মাথায় এসে বসেছেন ।
      প্রাথমিক শিক্ষা সমাপনের পথে। হঠাৎ পিতা পরলোকগমন করেন। টিবি সংক্রামিত ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল । পরিবার ঘোর অন্ধকারে ডুবে গেল।তিন ছেলের এখনও নাবালক কাটেনি।কিভাবে সংসার চলবে ।
    পিতা রাজেন্দ্র খুব নম্র ও বিনয়ী ছিলেন ।সবার সাথে সদ্ভাব চোখে পড়ার মতো। বেশ নামডাক ছিল তাঁর।লোকের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো সে। দিনমজুরি ছিল পেশা।জমিদার বাবুদের বাড়িতে কাজ করতে হতো পেটের জন্য।

      "যারা যারা পয়সা এনেছে তারাই পরীক্ষা দেবে" -- কালী মাস্টার ক্লাসে হুকুম দিলেন।বাকিদের জন্য পরীক্ষা বন্ধ। তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে তারা উত্তীর্ণ হতে পারবে না ।
অগত্যা ধীরেন বই স্লেট নিয়ে বাড়িতে চাল বস্তায় মুখ চাপা দিয়ে কাঁদতে লাগলো।
 "কি হয়েছে নুনু বল" - মায়ের কোথায় কোন উত্তর দেয়না ছোট্ট ধীরেন।
   অনেক জোরাজোরি করার পর বলে ," মা আমি আর স্কুল যাবো না।" মাষ্টার বলেছে যারা পয়সা দেয়নি তারা ফেল।পরের ক্লাসে উঠতে পারবে না।
লক্ষ্মীর ঝাপিতে চারআনা পরে আছে ।পরীক্ষার ফি কোথা থেকে দেবে চূড়ামণি?
পরে দিয়ে দেবো মাস্টারকে বলে দিবি যা।ধীরেন গোঁ ধরে বসে আছে ।কিছুতেই স্কুলে গেলো না।
পরে মা গিয়ে স্কুলে পরীক্ষার ফি দেয়।চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে ধীরেন।
গোপালপুর গ্রামে হাই স্কুল নেই। চার কিলোমিটার দূরে বালিপুর হাই স্কুলে যেতে হয়।কিন্তু কিভাবে যাবে ? বাবা অকস্মাৎ গত হয়েছেন।বাড়িতে অভাব।অন্ন জোগাড়ের তোড়জোড় শুরু হয়।

অবিবাহিত কাকা সতীশ তিন ছেলের অবিভাবক হিসেবে নিজেকে উৎসর্গ করেন।মা কালীর সাধক ছিলেন সতীশ ।সবাই বাবাজি বলে ডাকে তাঁকে। ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাস হওয়ার ইচ্ছে হয়েছে অনেকবার।কিন্তু অনাথ শিশুদের মুখের দিকে তাকিয়ে সে আর হল না।
কোনমতে চাষবাস করে সংসারের হাল টানে সতীশ।

   পরীক্ষিত জমিদার একশত বিঘা জমির মালিক। জমি অধিগ্রহণ সংক্রান্ত সরকারের নতুন আইন অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তি দশ বিঘার বেশি রাখা বেআইনি । সেই সূত্রে দাদা ও নিজের মিলিয়ে আড়াই বিঘা জমি চাষ করে কোনমতে সংসার চলে।

     মা কালীর সাধনা করেন সতীশ।গুরুর নির্দেশিত পথে ঈশ্বর সাধনা করার ব্রতী নেন তিনি । রামেশ্বর নিকটস্থ পুরুষোত্তমপুর গ্রামে থাকেন রমাকান্তবাবু।অত্যন্ত ধার্মিক তিনি। মা কালীর একান্ত উপাসক ।

     এই সপ্তাহ নিরুদ্দেশে থাকার পর মা কালীর মূর্তি নিয়ে বাড়িতে হাজির সতীশ। গেরুয়া পোশাক পরিহিত সন্ন্যাসী বেশ ধারণ করেছে সে। সেই থেকে তার নাম হলো সতীশচন্দ্র বাবাজী। নিজ হস্তে কালী পুজো করে এলাকায় নামডাক ছড়িয়ে পড়ে । অনেকে তাঁকে বায়া বাবাজি নামেও ডাকেন।

===================

গীতা রাউথ 
বারোমানিয়া, পশ্চিম মেদিনীপুর

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল