কবিতা ।। ঠোঁট ।। সুদীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। ঠোঁট ।। সুদীপ ঘোষ

 
woman face

ঠোঁট

সুদীপ ঘোষ

 
প্রতি নিয়ত সে আমাকে চোখে চোখে রাখে,
তাড়া করে ফেরে বারে বারে...
কি চায় সে ?
অভিপ্সিত আকাঙ্ক্ষার বেড়াজালে
আষ্ঠে- পৃষ্ঠে বেঁধে রাখে!
কীসের মায়া এতো?
আমি কেবলই খুঁজি সেই চোখ ...
যে চোখে পুড়ে ছাই হয় বিতৃষ্ণার আগুন, ভীতির আকাঙ্ক্ষা 
যে চোখ জাগায় মিলনের অনুভূতি।
         তবে কি সে আসবে?
বটবৃক্ষের ন্যায় আশ্রয় দেবে তার বুকে ।
সবার অলক্ষ্যে সে আমাকে ডাকে,
কথা বলে ...
আলিঙ্গন চায় গভীর ঠোঁটের !
কড়া নাড়ে-
দ্বিপ্রহরে কিংবা মধ্য দুপুরে ..
কি এক পাওয়ার আশায় ;
সেই দুটি চোখ ।
 
      """"'''''''''
 
সুদীপ ঘোষ
মহেশতলা, কলকাতা 

No comments:

Post a Comment