Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

গদ্য ।। বাবা ।। অরুণ কিরণ বেরা

 বাবা

অরুণ কিরণ বেরা



বাবা শব্দটি মহত্বের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। বাবা হলেন স্বর্গ সুখের পারিজাত বনের ইন্দ্র দেব। যার অফুরন্ত লালিত্বমাখা স্নেহের বারিধারায় প্রস্ফুটিত হয়ে ওঠে শৈশবের স্নিগ্ধ গোলাপ। জীবন বোধের উত্তাল তরঙ্গে ভেসে হয়তো একদিন আমিও বাবার মত বড় হবো, কিন্তু বাবার মত কখনোই মহান হয়ে উঠতে পারবো না। আসলে বাবা বাবাই। বাবার বিকল্প এই পৃথিবীর কোন প্রান্তে খুঁজে পাওয়া যাবে না। রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, একমাত্র বাবার মনের পৃথিবীতে তখন সন্তানেরা রাজত্ব শুরু করে। নিঝুম রাতের তারা ভরা আকাশের পানে তাকিয়ে একমাত্র বাবারাই পারে সন্তান ভবিষ্যতের সুমধুর স্বপ্ন দেখতে। পরিবার সুরক্ষার সুতীব্র আকাক্ষায় একমাত্র বাবারাই পারে রাতের পর রাত জেগে কাটিয়ে দিতে। অনন্ত বোঝার অসীম যন্ত্রনা বুকের মধ্যে আগলে রেখে জীবন তরীর হাল শক্ত হাতে ধরে থাকতে। অভিনয় ঘেরা এই পৃথিবীতে অনেক বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন থাকলেও বাবার কোনো বিকল্প নেই। জীবনের প্রতি ঘাত প্রতিঘাতে, দুঃখ বেদনাতে, অভাবনটনে সবাই যখন ব্যস্ত নিজেকে সরিয়ে নিতে, তখন একমাত্র বাবাই পারে বুক চিতিয়ে ঝাঁপিয়ে পড়তে হাজারো বিপদের সম্মুখীন হয়ে। আসলে বাবার মত হওয়ার স্পর্ধা মনে হয় পৃথিবীর কোন সন্তানেরই থাকা উচিত নয়, এবং তা কখন সম্ভবও নয়। বাবারা চিরকালই ভিতরে শক্ত বাইরে নরম। কছপ-খোলসে ঢাকা কঠিন বর্মের মত হন। বাবারা সবসময় অনেকটা নিম পাতার মত তিক্ত হন - কারণ বাবারা সবসময় চান কোন কীট-পতঙ্গ স্বরুপ বিপদ-আপদ যেন তার সন্তানকে স্পর্শ করতে না পারে। অনেক হতভাগ্য সন্তান সেটাই বুঝতে পারেনা। তাইতো আঘাতে আঘাতে শত ছিন্ন করে তোলে পিতার বুক। তবুও মর্ম ব্যাথার চিরন্তন আঘাত সহ্য করে একমাত্র বাবাই পারে সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে। আসলে মহত্মের চিরন্তন প্রাঁচির-ই বোধ হয় একমাত্র বাবারাই হতে পারে। আর সন্তান যখন তা বুঝতে পারে, অনুভব করতে পারে, তখন বাবা নামক শীতল বটবৃক্ষ ছায়া আর থাকেনা। হারিয়ে যায় চিরতরে চিরদিনের জন্য। ফেরাবার আর কোন পথ থাকে না। কখনো কখনো তারুণ্যের উন্মাদনায় হয়তোবা আমরা কত শত ভালবাসার উষ্ণ মরুভূমির মরীচিকার পিছনে ছুটে গেছি বারে বারে, কিন্তু কখনো কি বাবার কঠোর কঠিন গাম্ভীর্যের মুখোশের আড়ালে প্রশান্ত সাগরের ন্যায় অতলান্ত কোমল হৃদয় গহ্বরের এক বুক উচ্ছ্বাস ভরা ভালবাসার সমুদ্রকে ছুঁয়ে দেখেছি? হয়তো কেউ কেউ পেরেছে। হয়তো অনেকেই পারিনি। তাই আমি কখনো চাইলেও বাবার মত বড় হতে কখনোই পারবোনা। আর সেই স্পর্ধা টুকুও আমার নেই। তাই বাবা চিরকালই বাবাই। তাই বাবাকে প্রণাম জানিয়ে বলি-
             "চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে,
              নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে।
              অন্তর মম বিকশিত করো অন্তরতর হে"।

 

   ====================================

                 অরুন কিরন বেরা

                 গ্রাম+পো-চকফুলডুবি

                 থানা-সাগর

                 জেলা-দক্ষিন ২৪ পরগনা

                 পিন-৭৪৩৩৭৩

   

 



মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান