কবিতা ।। গল্পের শেষে ।। কল্যানী মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। গল্পের শেষে ।। কল্যানী মন্ডল

গল্পের শেষে 

কল্যানী মন্ডল

 
সব গল্পের শেষে কেমন বিবর্ণ ছায়া
ধুসর মলীনতায় ভরা,
আধ ভেজা কাপড়ের স্তুপে
সোঁদা গন্ধমাখা দিনগুলো,
চোখের পাতায় লেগে থাকে৷
কখনো সখোনো জেগে উঠে
 ঝিলিক খেলে যায় বুকের মাঝে৷
জলতরঙ্গ ঠিক বেজে ওঠে যখন
হারিয়ে যেতে চায় ঠিক মন তখন৷
চোখের কোনে চিকচিক করে ওঠে স্বপ্নগুলো৷
ভাসিয়ে নিয়ে যেতে চায় কিন্ত হয় না —
একের পর এক ধুলীকনার সাথে মিশে
চূর্ণ বিচুর্ণ হতে থাকে আর 
বুক ফাটা কান্নার জল
ঝরতে থাকে অনর্গল৷
 
============
 

কল্যানী মন্ডল

No comments:

Post a Comment