কবিতা ।। স্বামীজি ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। স্বামীজি ।। জীবন সরখেল

স্বামীজি 

জীবন সরখেল 

 
পাঠ্যের সাথে জীবন সংযোগ
যাঁরা করেন অনায়াসে 
তাঁরাই হলেন আসল শিক্ষক 
চিরকাল;বছরে-মাসে ।
ধর্ম তো নয় তত্ত্ব কথা 
বা নয় জীবন নিরপেক্ষ
রুটি-রুজি;"আত্মজ্ঞান লাভ"
ইতিবাচক যোগ সাপেক্ষ।
দৃপ্তস্বরে বোঝান"যিনি" 
ত্যাগভোগ সবই বুদ্ধিবিভ্রম
সেরা নিষ্ঠা ভালোবাসা 
প্রেম-প্রেম-প্রেমই-হলো মূলধন।
 
===========
 
 
জীবন সরখেল 
বাঁকুড়া, ভারত,
 

No comments:

Post a Comment