Featured Post

দুটি ছড়া ।। কার্ত্তিক মণ্ডল

 

দুটি ছড়া ।। কার্ত্তিক মণ্ডল

 

সে সব দিন

ভোর না হতে হতেই
ডাকছে পাখিরা সব
টি টি টি কিচিরমিচির
ভারি মিষ্টি রব। 

দরজা খুলেই দেখতে পেলাম
দোয়েল শ্যামা গাছে
খুনসুটিতে এডাল ওডাল
পুচ্ছ তুলে নাচে। 

তাদের গানে সব ভুলে যাই
তাদের গানেই থাকি
তাদের গানের সুরে আমি
হই যে মাখামাখি। 

কত রকম পাখি ছিল
এখন সে সব নাই
কিশোর বেলার সে সব দিন
পাই না ফিরে ভাই। 


নিধুরাম সর্দার

নিধুবাবু সর্দার--
ইয়া বড়ো গোঁফ তার, 
প্রতিদিন তেল দিয়ে
টানে ছাড়ে বারবার। 

হাঁটু তক নেমে গেছে
হাতে ধরে হাঁটে সে
এই রূপ গোঁফ জোড়া
এ তল্লাটে নাই হে। 

মাঝে মাঝে তা দিয়ে
উরুদেশে থাপ্পড়
মাটিটাও দুলে ওঠে
গাছ করে কড় কড়। 

তার গোঁফের গর্বে--
গ্রাম সুদ্ধ গর্ব
তেল দিয়ে মুড়ে ছাড়ে
বলে কত; বড়-হ ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী