দুটি ছড়া ।। কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

দুটি ছড়া ।। কার্ত্তিক মণ্ডল

 

দুটি ছড়া ।। কার্ত্তিক মণ্ডল

 

সে সব দিন

ভোর না হতে হতেই
ডাকছে পাখিরা সব
টি টি টি কিচিরমিচির
ভারি মিষ্টি রব। 

দরজা খুলেই দেখতে পেলাম
দোয়েল শ্যামা গাছে
খুনসুটিতে এডাল ওডাল
পুচ্ছ তুলে নাচে। 

তাদের গানে সব ভুলে যাই
তাদের গানেই থাকি
তাদের গানের সুরে আমি
হই যে মাখামাখি। 

কত রকম পাখি ছিল
এখন সে সব নাই
কিশোর বেলার সে সব দিন
পাই না ফিরে ভাই। 


নিধুরাম সর্দার

নিধুবাবু সর্দার--
ইয়া বড়ো গোঁফ তার, 
প্রতিদিন তেল দিয়ে
টানে ছাড়ে বারবার। 

হাঁটু তক নেমে গেছে
হাতে ধরে হাঁটে সে
এই রূপ গোঁফ জোড়া
এ তল্লাটে নাই হে। 

মাঝে মাঝে তা দিয়ে
উরুদেশে থাপ্পড়
মাটিটাও দুলে ওঠে
গাছ করে কড় কড়। 

তার গোঁফের গর্বে--
গ্রাম সুদ্ধ গর্ব
তেল দিয়ে মুড়ে ছাড়ে
বলে কত; বড়-হ ।

No comments:

Post a Comment