কবিতা ।। অদলবদল ।। সুবিনয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। অদলবদল ।। সুবিনয় হালদার

অদলবদল

সুবিনয় হালদার


একই মনে ভিন্ন রূপ
উঠছে জেগেছে পাপ ;
বাক চাতুরী জিভের বাঁকে
খিদের পারা জমছে বারোমাস, 
মুখ দেখে সব মূক হয়েছে
শাপশাপান্ত বুকে হাহাকার ! 

লোভের প্রেমে লোভী মন
ফন্দি আঁটে তালে ;
সৎ আদর্শ কথার কথা 
ধন দৌলত পদ থাকলে মেলে !

অঙ্গহীন বস্ত্রহীন রাজপথ খোলা আকাশে
সহস্র মুখ কতিপয় শব দেখে আশেপাশে !

শাসনের রোষানলে চলছে ত্রাসন 
তোষণে তুষ্ট হয়ে সর্পিল পথে চলি ;
শোষণের পেষাই যন্ত্রে চিড়ে ভাজা
স্বাধীনতা গণতন্ত্র...... 
মিষ্টি কথা হাস্য ব্যথা ঘুমপাড়ানি বুলি, 
দুহাতে একই অস্ত্রে কসাই কাটছে নলি !

তন্ত্র মন্ত্র ঘাট হয়েছে বন্ধ হোক দ্বন্দ্ব
উচ্ছিষ্ট দিয়ে ওরা নিচ্ছে লুটে সর্বস্ব
তুষ্ট মনে হাহুতাস চোখ থাকতে অন্ধ, 
জলছবি আজ বাস্তব দিচ্ছে বড়ই কষ্ট
দিন হোক বা রাত দুটোই সম দুষ্ট !

ভালো মানুষে ভরে গেছে উন্নয়নের সাথে
ঠাণ্ডা ঘরে জ্যান্ত লাশ সত্যের কথা বলে ;
সব দেখে সব শুনে বিবেক চন্দ্রবিন্দু হাতে 
রক্ত মাখা ভাতের থালা অদলবদল চলে !


__________সমাপ্ত__________

সু্বিনয় হালদার
গ্রাম - দৌলতপুর
পোষ্ট - দিঘিরপাড় বাজার
থানা - ফলতা
জেলা - দক্ষিণ ২৪ পরগণা
পিন - ৭৪৩৫০৩

No comments:

Post a Comment