কবিতা ।। বিষ ঢালা জলে ।। আব্দুর রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। বিষ ঢালা জলে ।। আব্দুর রহমান

বিষ ঢালা জলে

আব্দুর  রহমান


বিষ ঢালা জলে সাঁতার দেওয়া মানুষেরা
কিলবিল করে এসেছে দারুন সব খবর সামনে
বিলি করে গেল তারা নতুনের পথ বেছে নিতে বলে
যেদিকে তাকাই নেই কোনো অপশন

বাহু কথা বলে শরীরী ভাষায় ইতিহাস
তৈরি করে  দিকে দিকে চাষ হয় টাকার
গাড়ি বাড়ি নারী অথবা পুরুষ সব মানে বশ
এ বলয়ে আছে সমাজের মাথা পাতি মাথা
এবলয় ক্ষমতার রাজনীতি
এখন নির্বাচনের  সময় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া
আটকালে আর এক ইতিহাস হয়ে যাবে
সেই ইতিহাস পড়াশোনা কর
চোখ বুজে শুয়ে  আকাশের চাঁদ দেখ
ভাল করে দ্যাখো চাঁদের শরীরে
রক্ত ঝরনা  উঠোনে স্রোতের  ধারা
প্রলয় দেখছি তাই আমি চাঁদ
নির্বাচনের  চোখ দুটো রক্ত ময়
এই ইতিহাস শিশুর মৃত্যু নর নারীর
গাছের পাতারা জীবন সুখের সংসার
করে ত্যাগ, কান্না ছাড়া কিছু নেই।
রক্ত নদীর তীরে ভোট চিত্র ক্ষেত্রে
স্বপ্ন ভেঙে যায় সম্পর্ক গড়ে শূন্য
চেতনা 
 
         ***
 
আব্দুর  রহমান
Vill. Altabartala P.O. Bhagwangola
Dist. Murshidabad PIN742135

No comments:

Post a Comment