কবিতা ।। তুমি চাইলেই ।। কাব্য কবির - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। তুমি চাইলেই ।। কাব্য কবির

 

তুমি চাইলেই 

কাব্য কবির 


তুমি চাইলেই এক হওয়া যেত সব অভিমান ভুলে, 
তুমি চাইলেই ফিরে আসা হত থাকি না যতদূরে।
তুমি চাইলেই আবার ভেজা হত কোন এক বর্ষায়, 
তুমি চাইলেই আবার দেখা হত পদ্মার মোহনায়।

তুমি চাইলেই শিশির ভেজা ঘাসে একসাথে হাঁটা যেত,
তুমি চাইলেই সেই ধোঁয়া উঠা পিঠা আবার খাওয়া হত।
তুমি চাইলেই আবার হাঁটা যেত হাতে হাত ধরে,
তুমি চাইলেই পাশাপাশি বসে চড়া যেত মেট্রোরেলে।

তুমি চাইলেই আরো একটি বিকাল কাঁটা যেত রমনায়,
তুমি চাইলেই আরো জমা হত স্মৃতির ঝুলিতে সময়।
তুমি চাইলেই আবার খাওয়া হত টং ঘর থেকে চা
তুমি চাইলেই আবার দেওয়া যেত -টি এস সি তে আড্ডা।

তুমি চাইলেই আবার এক রিকশাতে ভার্সিটি যাওয়া হত,
বষন্ত বরণে তোমার খোপায় ফুল গুজে দেওয়া যেত।
তুমি চাইলেই বেলায় চড়া যেত আষাঢ় কিংবা শ্রাবণে, 
তুমি চাইলেই প্রতি বৃস্পতিবারে যাওয়া যেত বিউটি গার্ডেনে।

তুমি চাইলেই পার করা যেত দুটি জীবন একসাথে, 
তুমি চাইলে সব করা যেত অসম্ভব ছিল না তাতে।
আফসোস, 
কিন্তু তুমি চাইলে না 
তাই আজ কিছুই হল না

************
কাব্য কবির 
মাজেদা গার্ডেন,বাড়ি নং 59,মাতাব্বর রোড, উত্তর বাড্ডা, ঢাকা

No comments:

Post a Comment