Featured Post

কয়েকটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত

 কয়েকটি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত

 

সূর্যের দেশ


মুখগুলো আজ মুখোশ হয়েছে 
স্বপ্ন বেচছি চারবাজারের হাটে
নিয়ন আলো পথের মাঝে প্রতিদিনের সঙ্গী
ফেলে আসা অতীত বর্তমান পেরিয়ে
ভবিষ্যতের পথে পা ...
হারানো ছেলেবেলার গল্প আজ
ঠাকুমার ঝুলিতে ঝোলা ভর্তি

তবুও ফেরা হয়না
অস্তাচলের সূর্যের দেশে।


বিভূতিভূষণের উদ্দেশ্যে 


পথের পাঁচালি আজও হৃদ মাঝে
পুঁই মাচায় উঁকি দেয় জ্যোৎস্না
হেঁটে চলি দিগন্তের দিকে
খোলা মাঠ ই আদর্শ
যেখানে অপু - দুর্গা
আর ভোরের শিশির
এক যুগ কেটে গেলে ইতিহাস ধারালো হয়

প্রণাম তোমায়।


অন্ধকার দেখা


সারাটা পাতা জুড়ে কাটাকুটি
অক্ষরে অক্ষরে ঢেউ কথা
লিখে রাখে ব্যর্থ পরিহাস
অনন্ত দুপুরে শৈশবের কারুকাজ
এখন ক্লান্তির পদাবলী
তুমি আসবে বলে
লজ্জাবতীর শিকড় আমার বাড়ির চৌহদ্দিতে
অপেক্ষা করে

আর বিকেলের রামধনু ক্রমশঃ মিলিয়ে যেতে যেতে

এখন অন্ধকার দেখি।
 
 
 

নিজেই এখন


বিষণ্ণ বিকেলে একাকি দাঁড়িয়ে ছেলেটা
দীনতার ছাপ সারা শরীর জুড়ে
মুগ্ধ আকাশ সব কোলাহল ছেড়ে
সবুজে মেশে
ইতিহাস হয়ে যে নদী সাক্ষী হয়েছে বহুবার
সে জানে অস্তগামী সূর্যের ভালোবাসা
চির নতুন হয়ে
শব্দরা খেলা করে
নিজের সাথে নিজেই এখন
গল্প যুদ্ধের আসর বসিয়েছি।
 
==================


 
তীর্থঙ্কর সুমিত
মানকুন্ডু ব্রাহ্মণ পাড়া
হুগলী  ৭১২১৩৯

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী