কবিতা ।। বাইশে শ্রাবণ ।। সুবীর ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। বাইশে শ্রাবণ ।। সুবীর ঘোষ

কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা


বাইশে শ্রাবণ

সুবীর ঘোষ

 

শুধু বাইশে  শ্রাবণ নামটা আছে বলে আমাকে দুটো সিনেমা দেখতে হয়েছে।

শুধু বাইশে শ্রাবণের বিবরণ পড়ব বলে

বুদ্ধদেবের তিথিডোর কিনে পড়েছি এক সময়।

জীবনে একটা সময় বাইশে শ্রাবণ মানেই ছিল

শ্রীনিকেতনের হলকর্ষণ আর বৃক্ষরোপণ।

পথিকবন্ধু বৃক্ষের কানে কানে কিছু বলা।

এ বছর প্রথম আষাঢ়ে ভেজেনি  বঙ্গদেশ,

জানি না  শ্রাবণ তার রবিহারা কান্না কাঁদবে কী না!

হয়তো মেঘ ডাকবে সারা দক্ষিণ বাংলা জুড়ে,

বাঘবন্দী খেলবে জল।

আর বেড়া থেকে বেরিয়ে এসে রবীন্দ্র ঠাকুর

নিমগাছের নীচে দাঁড়িয়ে মরুবিজয়ের পাতা গুনবেন।

 

 ==============

সুবীর ঘোষ

৩০১ আশ্রয় এ্যাপার্টমেন্ট

গ্রুপ হাউসিং , বিধাননগর

দুর্গাপুর৭১৩২১২


 

 

No comments:

Post a Comment