ছড়া ।। নবান্ন উৎসব ।। ক্ষুদিরাম নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, January 17, 2024

ছড়া ।। নবান্ন উৎসব ।। ক্ষুদিরাম নস্কর



নবান্ন উৎসব 

ক্ষুদিরাম নস্কর


শিশির ঝরা ঘাসের মাথা সূর্যতে চিক চিক
নতুন ধানে ভরছে গোলা আলপনা চারদিক।
ইঁদুর লাফায় নাকের ডগায় প্যাঁচার জ্বলে চোখ
উদয় অস্ত ব্যস্ত বড় ক্লান্ত চাষের লোক।

গাঁদা গাছে রঙ লেগেছে উচ্ছসিত মন
গুনগুনিয়ে ভ্রমর আসে সরষে ফুলের বন।
ধান ভাঁঙিয়ে নতুন চালে নবান্নে হয় ভাত
বেচবে ফসল আশায় চাষি সচল হবে হাত।

তুলাইপঞ্জির পায়েস হবে বিন্নি ধানে খই
পিঠেপুলির সঙ্গেতে চাই নলিন গুড়ের দই।
সজন সুজন খবর পেল সাজো সাজো রব
দুখের ঘরে সুখের লগন নবান্ন উৎসব।

No comments:

Post a Comment