ছড়া ।। রথের মেলা ।। নিতাই মৃধা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, January 17, 2024

ছড়া ।। রথের মেলা ।। নিতাই মৃধা


রথের মেলা

নিতাই মৃধা


রথের মেলা, মেলা রথের
হাজার জীবন মেলা,
মেলা রথের দেখতে দেখতে
কেটেই গেল বেলা।

কেউবা দোলে নাগর দোলায়
দোলায় নাগর দোলে
জয় জগন্নাথ বলে কেউবা
মাদলে বোল তোলে।

পাপাই খোঁজে পাপড় ভাজা,
ভজা খোঁজে গজা,
পুচকা খোঁজে ফুচকা খেতে
ফুচকাতে তার মজা।


সার্কাস, ম্যাজিক, মরনকুপে,
জমজমাটি মেলা,
যেখানে যাও দেখতে পাবে
সব-ই  টাকার খেলা।

অন্ধ বুড়ির নাতনিটা চায়
দুটি পয়সা পেতে,
পয়সা পেলে তবে তারা
পাবে দুটি খেতে।

এমনিভাবে কাটে জীবন
মেলায় মেলায় ঘুরে,
মেলাই জীবন, জীবন মেলা।
চলছে জগৎ জুড়ে।

==============

Nitai Mridha,
Baisnabghata-Patuli,
Kolkata-7000 84.

No comments:

Post a Comment