কবিতা ।। নবান্ন ।। মনোরঞ্জন ঘোষাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, January 17, 2024

কবিতা ।। নবান্ন ।। মনোরঞ্জন ঘোষাল


নবান্ন

মনোরঞ্জন ঘোষাল


আজও ভাসে বায় ঘ্রাণ 
সেই নবান্ন অনুষ্ঠান!
চোখে ভাসে আজও কত স্মৃতি
মনে নিদারুণ অনুভূতি।
এই পৌষ আর মাঘ দিনে
শীতের কাপড় জড়ানো ক্ষণে।
জ্বলা কেরোসিন লণ্ঠন 
মাতা গুড় পিঠে পার্বণ।
সেই শিশিরের ভেজা ঘাস
ঘরে তোলা আমন চাষ।
গড়া খেজুর রসের গুড়
মিঠে গন্ধে সে ভরপুর। 
শিলে পেষা চালের গুঁড়ো 
কত আনন্দ তাড়াহুড়ো।
হাতে গড়া পিঠে পুলি
আজও জাগায় পরশ গুলি।
মেটে ঘরে চেটাই পাতা
মুখে খাবারের মুগ্ধতা। 
থালা ভরা চিতুই পুলি
তার আয়েস কেমনে ভুলি।
সাথে পায়েস সরু চাগলি
পাটি সাপটা মালাই ছাপলি।
হত মন পেট পুরে খাওয়া
ঘরে ভেতর নয়তো দাওয়া।
জিভে বাসি পিঠের স্বাদ
বাজে কোমল নয়কো খাদ।
ঘন কুয়াশা শিতল বাতাস
দেহ কাঁপা মনে আশ।
বেলার হালকা রোদ্দুর
মন ছোটে অচিনপুর। 
ফাঁক পেলেই দেদার ছুট
জলা মাঠে ঘুঁড়ির লুঠ।
খেজুর গাছে রসের চাপ
নাড়া গদির উপর লাফ।
চুপড়ি আলু পোড়া চাট
কলাপাতায় ফাঁকা মাঠ।
গান গল্পে লুটোপুটি
পাড়ার সকল ছেলে জুটি।
আজও দিনগুলো সব বাজে
যত থাকুক ব‍্যাস্ত কাজে।
শীত পৌষ মাঘের দিন
বাজে নবান্নের সেই বিন।

=================
মনোরঞ্জন ঘোষাল
আত্মারাম পুর
পশ্চিম রামেশ্বর পুর
বজ বজ
দক্ষিণ চব্বিশ পরগনা
পিন 700140






No comments:

Post a Comment