ছড়া ।। মেলায় ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, January 17, 2024

ছড়া ।। মেলায় ।। নিরঞ্জন মণ্ডল


মেলায়

নিরঞ্জন মণ্ডল


দোল লেগেছে নরম হাওয়ায় দোলা খুকির মনে
যাবে সে আজ রথের মেলায় অথির সময় গোনে।
গড়িয়ে গেলে মেঘলা দুপুর চওড়া হবে হাসি
আঁকড়ে মাকে মেলার ভিড়ে হাঁটবে পাশাপাশি।
সব বয়সী হরেক রঙের কাপড় জামায় যারা
জড়িয়ে শরীর দুলিয়ে মাথা হাঁটবে বাউল পারা
তাকিয়ে তাদের মুখের পানে দেখবে নতুন ছবি,
আঁকবে মনে যে ছবিটায় ভাসছে আলোর রবি।

তালের পাতার বাঁশি এখন যায় না মেলায় পাওয়া
পাঁপড় ভাজা কড়াই বাদাম – যায় না এ সব চাওয়া,
কিনতে কেবল পারবে খুকি রঙিন বেলুন কিছু
নাগরদোলার মটকা থেকে মুখটা করে নিচু
দেখবে ভিড়ের আজব ঢেউয়ে কোন মায়া যায় ভেসে
মেঘ-থমথম আকাশ পারে উতল দিনের শেষে!
কিনবে ক'টা খেলনা নতুন,সোনাল গলার হার
নক্সা কাটা একটা রুমাল মোড়ানো চার ধার।

মেলায় কেনার বায়না – খুকুর দেয় না সাড়া মন
দেখতে বড়ই ইচ্ছে মেলায় ঘুরছে আপনজন।
গন্ধ মেলার বুকের মাঝে চায় সে নিতে ভরে
কান্না হাসির অঢেল ছবি দেখতে আজব ঘোরে।

No comments:

Post a Comment