কবিতা ।। মিলন মেলার আঁকে বাঁকে ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, January 17, 2024

কবিতা ।। মিলন মেলার আঁকে বাঁকে ।। গোবিন্দ মোদক


মিলন মেলার আঁকে বাঁকে

গোবিন্দ মোদক


কখন যে উৎসবকে কেন্দ্র করে মেলা বসে, 

আর কখন যে মেলাকে ঘিরে উৎসব 

তার কোনও সীমারেখা না থাকলেও 

মন জুড়ে বে-নী-আ-স-হ-ক-লা। 

তাই কখনও বীরভূমের রাঙামাটির পথে 

অথবা রাজস্থানের রুক্ষ প্রান্তরে 

মনের বেহালায় কে যেন ছড় টেনে বাজায়। 

তখন আর দু'দন্ড বসে থাকার জো নেই, 

রাম রহিম আর জনসনেরও ফারাক নেই; 

অগতা মনবাউল পথ হাঁটে উৎসবের আলোয়,

হাঁটে মেলার পথ ধরে হাজারো মানুষের ভিড়ে;

কখনও বা সাথী হয় পার্বণ 

ভাদু .. টুসু .. বোলান .. জারিগান ..

কিংবা নকশিকাঁথা আঁকা পিঠে-পুলি, 

আতপের ঘ্রাণ, ঝুমঝুমি, খাজা-গজা, 

নাগরদোলার মায়াবী হাতছানি, 

আর কোমর জড়ানো নাচের বাহার …


তবুও এতো কিছুর মধ্যেও 

                কখনও কখনও মনে হয় — 

ধর্ম থাকুক ধর্মের মতো, 

উৎসব উৎসব-ই হোক, 

তাহলেই মনে মনে জমবে মেলার বাহার! 

এসো! একটু রঙিন হই মেলার ভিড়ে!!

___________________________

 

গোবিন্দ মোদক।

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103



No comments:

Post a Comment