কবিতা ।। শারদোৎসব ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। শারদোৎসব ।। মাথুর দাস

শারদোৎসব

মাথুর দাস


শারদ পূজার  পারদ চড়েই  দুর্গাপূজায় বেশি,
দূর গাঁ থেকে শহর নগর হয় না খুশির শেষ-ই ।

পূজা মানে তো সাজগোজ আর খানাপিনা  হৈচৈ,
ঘ্যাম্-বাঙালি জ্যাম্ করে ঝলমলে সব মন্ডপে ঐ ।

জমাট ব্যবসা কারবারির  আর কম আঁট হয় পকেট,
বার বারই তা ফাঁপায় ফোলায় মিডিয়াকুলের রকেট ।

দাম বেড়ে যায় সবকিছুরই নাম কিনে নেয় উৎসব,
হাসিমুখে দুঃখ ঢাকি সম্বছরের রুক্ষতারই খুঁত সব ।
 
******************************
 
 
 
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

No comments:

Post a Comment