অযত্নের অকবিতা
পিন্টু কর্মকার
কেউ বোঝেনি বলেই
…খাতায় আঁকতাম কিছু শব্দ;
সে খাতা কোনোটাই কবিতার ছিল না!
আবেগের কষ্ট-বর্ষা হয়ে গেলে,
রেখে দিতাম খাতা দূর্বল ব্যাগের পেটে।
তারপর ওরা আছে ভুলেই যেতাম অনিচ্ছায়,
সংসারের ব্যর্থ-অব্যর্থ ভাবনার বৃত্তে।
তবে ওদের খেয়ালে ইঁদুর, সিলভার পোকা…
পিন্টু কর্মকার, কসবা, তপন, দক্ষিণ দিনাজপুর,৭৩৩১২৭, পশ্চিমবঙ্গ, ভারত,৯৫৪৮৬৮৮৭৬১,৮৯৭২৯৭৪৩২৪
No comments:
Post a Comment