তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

তিনটি কবিতা ।। সুশান্ত সেন


তিনটি কবিতা ।। সুশান্ত সেন

 

১. কোথায়


কোথায় যে যাচ্ছি কে জানে
একটু একটু করে
সভ্যতার বৃদ্ধি , জ্ঞান বৃদ্ধি
তার সাথে দুরন্ত গতি
অর্জিত শেষ দুই শতাব্দীতে
কোথায় নিয়ে যাচ্ছে আমাদের !

এ এক দুরন্ত লাফ
এই লাফের ধাক্কা সামলে উঠে
কি দিয়ে যাচ্ছি আমরা
ভবিষ্যৎ প্রজন্ম কে !

সেই ভেবে যেই একটু লেখার জন্য
কলম থুড়ি আঙ্গুল ছোঁয়াচ্ছি মুঠোফোনে
ওমনি বেড়াল টা বলে উঠল -- মিয়াও।

চার দিকে তাকিয়ে 
কিছুই আর দেখতে পাই না,
চোখে একটু ছানি পড়েছে 
মনে হয়।



২. নদী


নদীতে অনেক জল সেই জলে তোমাকেই দেখি
তুমি সূর্যমুখী ফুল হলে বিকেলের নরম আলোয়
দাঁড়িয়ে আছ ,
আমার যৌবন চলে গেছে।

এখন গ্রীবার ভঙ্গি দেখে বড় তৃষা জাগে
সূর্যমুখী ফুল তাই হলুদ রঙের শুধু হয়।
নদী জলে ভেসে চলে যায়।
সাঁতার কাটার জোর নেই।
আমার যৌবন চলে গেছে।


 ৩. খোসা


পেঁয়াজের খোসা গুলি ছাড়িয়ে ছড়িয়ে
ভেতরে কি আছে দেখার চেষ্টায়
বাক বিতন্ডায় রত হই।
অনেক কথাবার্তা তর্কবিতর্কের পর
যখন সবুজ সন্ধ্যা আসবো আসবো করছে
ঠিক সেই সময়ে পাড়ার ক্লাব ঘরে 
কে যেন একটা বোমা  টসকে দিল
আর তখন থেকেই বিস্তর ছোটাছুটি
হাসপাতাল পুলিশ এই সব
অনাসৃষ্টি কান্ড শুরু হলো।
নানা রকম সংঘাতের ভেতর
আবার চারপাশে ধ্বস নামার কথাও
শোনা যাচ্ছে।
পেঁয়াজের খোসা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে
দেখার কি আর দরকার আছে !

=============

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment