Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

তিনটি কবিতা ।। সুশান্ত সেন


তিনটি কবিতা ।। সুশান্ত সেন

 

১. কোথায়


কোথায় যে যাচ্ছি কে জানে
একটু একটু করে
সভ্যতার বৃদ্ধি , জ্ঞান বৃদ্ধি
তার সাথে দুরন্ত গতি
অর্জিত শেষ দুই শতাব্দীতে
কোথায় নিয়ে যাচ্ছে আমাদের !

এ এক দুরন্ত লাফ
এই লাফের ধাক্কা সামলে উঠে
কি দিয়ে যাচ্ছি আমরা
ভবিষ্যৎ প্রজন্ম কে !

সেই ভেবে যেই একটু লেখার জন্য
কলম থুড়ি আঙ্গুল ছোঁয়াচ্ছি মুঠোফোনে
ওমনি বেড়াল টা বলে উঠল -- মিয়াও।

চার দিকে তাকিয়ে 
কিছুই আর দেখতে পাই না,
চোখে একটু ছানি পড়েছে 
মনে হয়।



২. নদী


নদীতে অনেক জল সেই জলে তোমাকেই দেখি
তুমি সূর্যমুখী ফুল হলে বিকেলের নরম আলোয়
দাঁড়িয়ে আছ ,
আমার যৌবন চলে গেছে।

এখন গ্রীবার ভঙ্গি দেখে বড় তৃষা জাগে
সূর্যমুখী ফুল তাই হলুদ রঙের শুধু হয়।
নদী জলে ভেসে চলে যায়।
সাঁতার কাটার জোর নেই।
আমার যৌবন চলে গেছে।


 ৩. খোসা


পেঁয়াজের খোসা গুলি ছাড়িয়ে ছড়িয়ে
ভেতরে কি আছে দেখার চেষ্টায়
বাক বিতন্ডায় রত হই।
অনেক কথাবার্তা তর্কবিতর্কের পর
যখন সবুজ সন্ধ্যা আসবো আসবো করছে
ঠিক সেই সময়ে পাড়ার ক্লাব ঘরে 
কে যেন একটা বোমা  টসকে দিল
আর তখন থেকেই বিস্তর ছোটাছুটি
হাসপাতাল পুলিশ এই সব
অনাসৃষ্টি কান্ড শুরু হলো।
নানা রকম সংঘাতের ভেতর
আবার চারপাশে ধ্বস নামার কথাও
শোনা যাচ্ছে।
পেঁয়াজের খোসা গুলো ছাড়িয়ে ছাড়িয়ে
দেখার কি আর দরকার আছে !

=============

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত