কবিতা ।। এভাবে না বললেই হতো ।। সুদীপ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। এভাবে না বললেই হতো ।। সুদীপ কুমার চক্রবর্তী

 

এভাবে না বললেই হতো 

 সুদীপ কুমার চক্রবর্তী


এভাবে না বললেই হতো
মনে রাখতাম না আর এতো সুরেলা শব্দ সাজিয়ে।
দরকার কি ছিল এতো কাছে আসার কল্পনার মেঘ উজিয়ে।

এভাবে না বললেই হতো
তরঙ্গে ভেসে ভেসে আর নদীর সঙ্গে 
হতো না এতো অন্তরঙ্গ কথা।
কি দরকার ছিল খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
এতো প্রেম অভিলাষ !
শুধু শুধু সময় পুড়িয়ে নিজেকে দগ্ধ হওয়ার নির্মম ইতিহাস।

এভাবে না বললেই বোধহয় হতো অনেক ভালো
অন্ধকার ছায়ারা খুঁজতে চাইলো রঙ বেরঙের আলো।
এক আকাশ নক্ষত্র  - হাজার স্বপ্নের কাছে
অনেক ঋণ জমে গেলো।
যা কিছু আমার জন্যে নয় সেখান থেকে 
ফিরে আসার পদধ্বনিকে আবার
ছন্দরতির নুতুন কাব্য বানাতে হলো।
 
----------------------------------------
 
Sudip Kumar Chakraborty.
 Joyanti Gazipur Howrah 711413.


No comments:

Post a Comment