কবিতা ।। বিচিত্র ।। রূপায়ন হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। বিচিত্র ।। রূপায়ন হালদার

বিচিত্র

রূপায়ন হালদার


শীতের রাতেও বৃষ্টি পড়ে
                     তুষার পড়ে।

কেউ বিনয়ী ভাব নিয়ে এগিয়ে যায়
আগামী দিনের জন্যে,
কেউ আবার বিনয়ী থাকে
তবে নিভৃতে, নীরবে
     ধ্বংসের বীজ বপন করে
আগামী দিনের পৃথিবীতে।

কেউ কেউ শুভ কাজ করে
পৃথিবীকে সোনালী করার জন্যে,
 কেউ আবার এ পৃথিবীকে  ঠেলে দেয় অন্ধকারে,
অশুভ যত কর্ম করে।

যদিও পৃথিবী রূপম হয়ে আছে,
তবুও দেখো সাধারণ মানুষেরা একাকী হয়ে
একটা কণায় বসে কেবল কাঁদে।

সত্যি বিচিত্র লাগে!

কারোর কারোর প্রেম
দেখতে অতসী ফুলের মতো মিষ্টি,
আবার কারোর একটা নয় দুটো নয়
তবে একটা মনে
       হাজার হাজার প্রেম অঙ্কুরিত হয়।

কি বিচিত্র এই প্রেমের খেলা!
প্রেম না প্রবলেম বুঝতে পারিনা।

মহাপুরুষরা বলে গেছেন
                  সিদ্ধার্থ হতে।
কিন্তু এখন এ সংস্কৃতি
কেউ কি মানে?
তবুও তাঁর নাম নিয়ে ঘুরে বেড়ায় অনেকে।

যার দ্বারা আজ প্রকৃতি দূষিত
তার দ্বারা এ প্রকৃতি আজ হিংসাত্মক
আর সেই মানুষই
প্রকৃতিকে বাঁচাতে করে চলেছে চেষ্টা মারাত্মক।

এ পৃথিবীর এমন বিচিত্র সব কান্ডকারখানার মধ্যে
আমি-তুমি বেড়ে উঠি ধীরে ধীরে।



Rupayan Halder
Joynagar, s 24 pgs, 743338






No comments:

Post a Comment