কবিতা ।। মানবতার জয় ।। ফটিক ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। মানবতার জয় ।। ফটিক ঘোষ

মানবতার জয়

ফটিক ঘোষ

হৃদয় কতো পাষাণ হলে করতে পারে খুন,
ওদের দেহে মানবতার নাই যে কোনো গুণ।
মানব রূপী পিশাচ ওরা পাষাণ সম  প্রাণ,
রক্ত নিয়ে খেলছে ওরা গাহে বিনাশ গান।

মানুষ হয়ে মানুষ মারে কতো নিঠুর মন,
বর্বরতা হাতের খেলা সমাজ করে বন।
নারী শিশুর জীবন নিয়ে খেলায় মেতে রয়,
বিবেক ছাড়া এমন পশু জাগায় প্রাণে ভয়।

পশুর চেয়ে অধম ওরা নরপিশাচ নাম,
হত্যা লীলা রক্ত খেলা ওদের হলো কাম।
মানবতার বিনাশ লীলা চলছে ধরায় আজ,
মানবতার    শত্রুগণের চলছে এখন রাজ।

খুনখারাবি শোষণ পীড়ন ঘটছে দিবস রাত,
মানব হয়ে দানব বেশে চালায় কালো হাত।
বলবানের চাপের তলে দুর্বল মরছে হায়,
পুকুরেতে বড়ো মৎস্য ছোটো মাছকে খায়।

মা বোনেদের ইজ্জত ধূলোয় লুটুপুটি খায়,
মানবতার পূজারীগণ ভয়ে শুধু চায়।
সৎ সাহসে বজ্র হাতে ধরো সবাই হাল,
মানবতার রক্ষা কল্পে এলো মোক্ষম কাল।

ফটিক ঘোষ
গনকি খোয়াই(গ্যাস এজেন্সির নিকট )
খোয়াই ত্রিপুরা, ভারত
পিন ৭৯৯২০১
মোবাইল ৮১১৯০৪৯৪২১

No comments:

Post a Comment