কবিতা ।। অভাব ।। অশোক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

কবিতা ।। অভাব ।। অশোক মণ্ডল

 

অভাব

অশোক মণ্ডল


ঠাকুর তলায় নতুন জামায় কচি কাঁচার ভীড়
নদীময় কাশফুল আনন্দে আজ দুলছে উচ্চ করে শির।
মা এসেছে ঘরে আলোর জোছনা আগমণী সুরে 
বছর আটেকের মেয়ে জীর্ণ জামা গায়ে দাড়িয়ে দূরে।
বাবা গেছে অকালে হারিয়ে কঠিন এক রোগে 
সর্বশান্ত মা বিছানাতে আজ হারানো বাবার শোকে।
ফ্যালফেলিয়ে তাকিয়ে বলে ঠাকুর এমন কেন হল?
কি দোষ ছিল বাবার হারিয়ে কেন গেল?
অভাব নিলো কেঁড়ে বাবাকে চলে গেল মোদের ছেড়ে
কতজনের তো কত টাকা মাগো কেন ওদের বাড়ে?
অভাব যেন অভাব বাড়ায় টাকায় টানে টাকা 
মৃন্ময়ী মায়ের দুচোখের কোণে কেমন যেন অশ্রু রেখা।
হাজারো অভাগী এমনি ভাবে দাঁড়িয়ে থাকে দূরে
আলো ঝলমল ঠাকুর যেন বলে কিছু করুণ সুরে।
মনের কোণে আশা জাগে একটা জামা যদি হত--
মাইকটা বলে ওঠে বস্ত্র বিতরণ নেতা মহাশয় আগত।
আনন্দ যেন চিমটি কাটে পাবো একখান জামা 
লিস্টি ধরে নাম ডাকে রাম--লক্ষণ--শ্যামা।
এবার বুঝি ডাকবে মোরে তাকিয়ে দেখে আমায়
আগে থেকেই হিসেব ছিল আমার জামা নাই।
হিসেব করেই চলছে কত খেলছে পাশা খেলা 
অভাবের সাথেই হামাগুড়ি কাটছে অভাগীদের বেলা।
 
 
  
 
 
 
 
 
 

অশোক মণ্ডল 
গ্রাম-আকোল পুর 
ডাকঘর-কুণ্ডলা 
জেলা-বীরভূম 



No comments:

Post a Comment