তিনটি কবিতা ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 27, 2023

তিনটি কবিতা ।। আবদুস সালাম

 

তিনটি কবিতা ।। আবদুস সালাম

 

শীত আসে

 
  পাকা ধানের শীষ চামর দোলায়
রোদের চাদর গায়ে বাজে আমন্ত্রণহীন নুপূর
সারা মাঠ সোঁদা গন্ধে মাতোয়ারা

ভোর হলে ই কুয়াশা লেপ্টে থাকে
পাড়া মহল্লায় পিঠে পুলীর আমন্ত্রণ
অঘ্রাণের পাঠশালায় নামতা শেখায় খেজুর রস

কৌতূহলী যুবতীরা বনভোজনের গান করে
পূর্ণ চ্ছেদ খুঁড়ে খুঁড়ে দুর্বলতা বিপ্লবী হয়
মাঠে মাঠে পড়ে থাকে সঞ্জীবনী উত্তরাধিকার
শীতবুড়ী আসে কুয়াশার চাদর মেখে
মুখ থুবড়ে পড়ে ছেঁড়া ত্রিপলের বারান্দায়
অনিমন্ত্রিত  শীত লজ্জা পায়

কাগজকুড়োনীর দল ছেঁড়া টায়ার আর কাগজ পুড়িয়ে রক্ষা করে সেই  নিমন্ত্রণ
 

পেক্ষার বিষণ্ণ পালক


 সব কিছু ছেড়ে বেরিয়ে পড়লাম রাস্তায়

 ক্লান্ত সময় হামাগুড়ি দেয়
 নিঝুম সিঁড়ি বেয়ে নেমে চলেছি
 বুকে পুষে রেখেছি নির্ঘুম ট্র‍্যাজেডি
 আর
 সান্ধ্য সময়ের অবশিষ্ট উচ্চারণ
 
  মাদুর পেতে আকাশের তারা গোনা শুধু

  নিয়তি লিখে রেখেছে হাসপাতালের গন্ধময় বিছানা
গোঙানির আস্ফালনে কাঁপে বিভেদভূমি
 তীব্র ছুঁচ ফুটিয়ে মস্করা করে সেবিকা সুন্দরী

ক্ষয়াটে সময় ডানা মেলে উড়ছে
 লিখে রাখছি ঝরা পাতাদের আয়ুলিপি
 অসতর্ক ঘুমে ঝরে পড়ছে পূর্ণবয়স্ক বিষন্নতা

  জলঋতু জুড়ে শুধু তৃষ্ণার গান
 জীবনের গাড়িটা লাল সিগন্যালে বন্দি

 অপেক্ষার প্রহরে ঝরে পড়ছে বিচ্ছেদ
 ঝরে পড়ছে নষ্ট আত্মার বিষণ্ণ পালক
    আর পূর্ণ বয়স্ক বিষণ্ণ প্রেম
 
 

  মন খারাপের ডায়েরি


   এসো মনখারাপেরদল  বন্ধু পাতায়
 নিঃসঙ্গতার আতরদানীত ডুবে আছে বিশুদ্ধ উচ্চারণ
 উন্মাদ বিকেলে হাবুডুবু খায় রাত্রির লেবাস

  হলুদ পাতার ভিতরে বিশ্বাস পুড়ে মরে
 দুঃখনদীর একধারে রাজহাঁস অন্য দিকে নিশ্চুপ শিকারী
 দীর্ঘশ্বাস মেখে নৈবেদ্য সাজায় স্বপ্ন

 বহমান জীবন ---
বহু ঘূর্ণি ,বাঁক পেরিয়ে নৌকা এগিয়ে চলে
 ডায়েরীর পাতায় লেখা হয় হাতিয়ার-বিহীন রক্তাক্ত যুদ্ধের মহড়া আর 
বন্ধুত্বের সন‍্যাসী অহংকার

 এভাবেই মনখারাপ ডায়েরীর পাতা ভরাট করে

No comments:

Post a Comment