পথের দাবী
অর্পিতা মুখার্জী
যে পথ ধরে আসার কথা ছিল
যাওয়া হল না সেই পথে।
এসে পড়লাম এক অন্য বিচিত্র পথে...
যে পথ দিয়ে গেলে দেখা মেলে কাদের জানো?
অবহেলা! উপেক্ষা! উপহাস! কুৎসা! আর...ভয়।
ভয় তো থাকার কথা ছিল না সেই পথে...
রবিঠাকুরের 'মৃত্যঞ্জয়ী' কবিতাকে বুকে আঁকড়ে ধরে
যে পথ চলা শুরু হয়েছিল ,
শরৎচন্দ্রের 'পথের দাবী'-কে সঙ্গে নিয়ে
যে পথ চলা শুরু হয়েছিল,
আশাপূর্ণা দেবীর 'সুবর্ণলতা' কে বন্ধু করে
যে পথ চলা শুরু হয়েছিল,
সহসা কেন যে সে পথ বদলে গেল...
তা জানা নেই!কারোর জানা নেই!
তবে বদলে গেল অনেককিছু।
কেন,কখন, কিভাবে বদলে গেল সবকিছু?
নাহ্! এ প্রশ্নের আর উত্তর দেওয়া হয়ে ওঠেনা।
শুধু একটাই কথা অস্ফুটে বেরিয়ে আসে মুখ থেকে...
হয়তো 'পরিস্থিতি'।
এই পরিস্থিতির কারণে অনেক কিছুরই
ধীরে ধীরে বদল ঘটে।
আর যারা চির -অসহায়...তাদের জীবনে
এই পরিস্থিতির গতিপথ সর্বদা প্রতিকূলেই ধাবিত হয়।
সময়ের প্রহারে আঘাত পেতে পেতে,
দায়িত্ব আর কর্তব্যের যাঁতাকলে
হাসিমুখে পিসতে পিসতে জীবনের সঠিক পথ
কখন যে হারায়...কখন যে দাবী ফুরোয়...
তার উত্তর আজও জানা হয়ে ওঠে না।
তবে আজও খুব করে জানতে ইচ্ছে করে জানো-
যে পথ ধরে আসার কথা ছিল...
কেন যাওয়া হল না সেই পথে?
কোন অপরাধে, অকালে অনেক কিছু ফুরিয়ে গেল?
==================
অর্পিতা মুখার্জী
গ্রাম -সাহানা
পোঃ-বড়া
জেলা -হুগলী
পিন ৭১২৩০৬
পশ্চিমবঙ্গ
No comments:
Post a Comment